Agni 5 Missile: অগ্নি ৫ মিসাইলের সফল উৎক্ষেপণ, চিন-তুরষ্কেও আঘাত করতে পারে এই ক্ষেপণাস্ত্র

Agni 5 Missile: এটাই ভারতের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে রয়েছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল (MIRV)।

Agni 5 Missile: অগ্নি ৫ মিসাইলের সফল উৎক্ষেপণ, চিন-তুরষ্কেও আঘাত করতে পারে এই ক্ষেপণাস্ত্র
Image Credit source: PTI

Aug 21, 2025 | 5:47 PM

বালেশ্বর: অগ্নি ৫-এর পরীক্ষায় বড় সাফল্য পেল ভারত। ওড়িশার বালেশ্বরে পরীক্ষামূলকভাবে সফল উৎক্ষেপণ করা হল ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫ এর। বুধবার সেই উৎক্ষেপণের সাক্ষী ছিল পশ্চিমবঙ্গের সৈকত শহর দিঘাও। পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের এই মিসাইল ভারতের হাতে এল যা প্রতিরক্ষা মন্ত্রকের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওড়িশার চাঁদিপুর থেকে মিসাইল পরীক্ষায় অপারেশনাল ও টেকনিক্যাল- সব প্যারামিটারই দেখা হয়েছে।

একটি বিবৃতিতে বলা হয়েছে, চাঁদিপুর থেকে টেস্ট ফায়ার করা হয়েছে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের।

এটাই ভারতের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এতে রয়েছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল (MIRV)। ২০১২ সালের এপ্রিলে প্রথম এই মিসাইলের পরীক্ষা করা হয়েছিল। এই মিসাইল ভারত থেকে পাকিস্তান, চিন, তুরস্কের মতো অনেক দেশে আঘাত হানতে সক্ষম।

পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইল ৭৫০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার ওয়ারহেড বহন করতে পারে। মাটিতে ১০০ মিটার গভীরতায় যেতে পারে ও শত্রুপক্ষের পারমাণবিক ব্যবস্থা, রাডার সিস্টেম, নিয়ন্ত্রণ কেন্দ্র, অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে সক্ষম।