Ahmedabad Plane Crash: ভেঙে পড়া বিমানের দুই পাইলটের পরিচয় জানেন? অভিজ্ঞতাও রয়েছে বিরাট

Ahmedabad Plane Crash: তার অভিজ্ঞতা ৮ হাজার ঘণ্টার উপরে। এমনকি, তিনি বিমান প্রশিক্ষকও ছিলেন। আর যিনি দ্বিতীয় চালক ছিলেন তার অভিজ্ঞতাও একটুও কম নয়। বিমানবন্দরের অভ্যন্তরীণ সূত্রে খবর, ওই চালকের ১১০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। এমনকি, বিমানের বয়সও অনেক কম। সবে ১১ বছর বয়সে পা দিয়েছিল বোয়িং ৭৮৭-এর এআই ১৭১।

Ahmedabad Plane Crash: ভেঙে পড়া বিমানের দুই পাইলটের পরিচয় জানেন? অভিজ্ঞতাও রয়েছে বিরাট
Image Credit source: নিজস্ব চিত্র

|

Jun 12, 2025 | 3:46 PM

আহমেদাবাদ: একটা দুর্ঘটনা নাড়িয়েছে গোটা দেশকে। এখনও পর্যন্ত ২৪২ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা, জানাল সংবাদসংস্থা ANI। সেই দুর্ঘটনাগ্রস্থ বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও। বৃহস্পতিবার নাড়া পড়ে যায় গোটা দেশে। প্রায় দুপুর দেড়টার সময় আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল থেকে উড়ান দেওয়ার পরেই চার মিনিটের মাথায় তা ভেঙে পড়ে আকাশ থেকে। ইতিমধ্যে নিহতদের দেহ নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সকলেই মৃত নাকি কেউ কেউ গুরুতর ভাবে আহত হয়েছেন সেই নিয়ে প্রশাসনিক তরফে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

কিন্তু কীভাবে বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে? ইঞ্জিনে সমস্যা নাকি অন্য কোনও কারণ? সূত্র বলছে, বিমানের পিছন দিকটি গাছে ধাক্কা খেয়ে বেসামাল হয়ে পড়ে বিমানটি। দুম করে নেমে পড়ে যায় আকাশ থেকে। এত মানুষের মৃত্যু দেখে অনেকে প্রশ্ন তুলছেন, কোনও ভাবেই কি বিমানটি সামাল দেওয়া সম্ভব ছিল না? গোটা বিষয়টাই এখন তদন্তসাপেক্ষ।

তবে এয়ার ইন্ডিয়া কিন্তু এই ২০০টা মানুষের প্রাণ নবীনদের দায়িত্বে তুলে দেয়নি। সূত্রের খবর, এই বোয়িং ৭৮৭-এর এআই ১৭১ লন্ডনগামী বিমানের যিনি প্রাথমিক চালক ছিলেন তার অভিজ্ঞতা বিরাট। নাম সুমিত সবরওয়াল। তার অভিজ্ঞতা ৮ হাজার ঘণ্টার উপরে। এমনকি, তিনি বিমান প্রশিক্ষকও ছিলেন। আর যিনি দ্বিতীয় চালক ছিলেন তার অভিজ্ঞতাও একটুও কম নয়। বিমানবন্দরের অভ্যন্তরীণ সূত্রে খবর, ওই চালকের ১১০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। এমনকি, বিমানের বয়সও অনেক কম। সবে ১১ বছর বয়সে পা দিয়েছিল বোয়িং ৭৮৭-এর এআই ১৭১।

প্রসঙ্গত,  ইতিমধ্যে মোদীর নির্দেশে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভেঙে পড়া বিমানের ফলাফল যে কতটা ভয়াবহ তার ফের সাক্ষী থাকল এই দেশ। এর আগে ১৫ বছর আগে ঠিক এমন দুর্ঘটনা ঘটেছিল বেঙ্গালুরুতে। যার জেরে প্রাণ গিয়েছিল ১৫৮ জনের।