
আহমেদাবাদ: কালো বাক্সের ধাঁধা কি কাটছেই না? আহমেদাবাদের মেঘানিনগরে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই ‘জখম’ কালো বাক্সের রহস্য কাটাতে তা পাঠানো হতে পারে বিদেশে। এমনটাই দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যম ইকনমিক টাইমসের।
একটি প্রতিবেদনে তারা জানিয়েছে, তথ্য উদ্ধারের জন্য আমেরিকায় পাঠানো হতে পারে ব্ল্যাক বক্স। দুর্ঘটনায় অনেকটাই ক্ষতি হয়েছে সেই যন্ত্রাংশ। যার জেরে দুর্ঘটনার আগে পাইলটরা কী বার্তা দিয়েছিলেন সেই তথ্য উদ্ধার করতেই মার্কিন প্রযুক্তির কাছে দ্বারস্থ হয়েছে নয়াদিল্লি।
সেই সূত্র ধরেই কয়েকদিনের মধ্যেই মার্কিন সংস্থা ন্যাশনাল সেফটি ট্রান্সপোর্ট বোর্ডের আওতাধীন ওয়াশিংটনের একটি ল্য়াবে পাঠানো হবে ওই FDR-টি। তারপর সেই ব্ল্যাক বক্স থেকে উদ্ধার হওয়া তথ্য দেশের AAIB বা এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর হাতে তুলে দেবে ওয়াশিংটন।
উল্লেখ্য, দেশের আকাশে যে কোনও বিমান দুর্ঘটনার তদন্ত করে থাকে এই AAIB। এমনকি, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তও ভারও গিয়েছে তাদের কাঁধেই। তারপর উদ্ধার হয়েছে বোয়িং ৭৮৭ বিমানের ব্ল্যাক বক্স। কিন্তু সেই যন্ত্র থেকে কোনও তথ্য উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলেই নয়াদিল্লির কাছে দাবি জানিয়েছে তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে ব্ল্য়াক বক্সের দায়িত্বভার গিয়েছে আমেরিকার NTSB-র কাঁধে। তারা আপাতত গোটা ঘটনার নিজ উদ্যোগে তদন্ত চালাচ্ছে বলেই জানা গিয়েছে।