
নয়াদিল্লি: চিন-আমেরিকার শুল্কযুদ্ধে ‘ফায়দা’ তুলছে ভারত? বিগত কয়েক মাস ধরেই ‘শুল্কের বন্দুক’ হাতে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে নেমেছে আমেরিকা-চিন। তাদের আঘাত-প্রত্যাঘাতের রোষে পড়ে কেঁপেছে বিশ্ব বাণিজ্য মহলও। একে অপরের উপর শুল্ক চাপাতে চাপাতে শতকের গন্ডিও ছাড়িয়ে ফেলেছে তারা।
এবার এই শুল্কযুদ্ধের মাঝেই বাতিল হয়ে গেল মার্কিন সংস্থার সঙ্গে চিনের বাণিজ্য চুক্তি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, হোয়াইট হাউসের সঙ্গে বেজিংয়ের মন কষাকষির জেরে বিমান নির্মাণকারী সংস্থায় বোয়িংয়ের পাঠানো বিমান আবার ফিরিয়ে দিয়েছে বেজিং। তবে এই বিমানগুলি চিন থেকে আবার আমেরিকায় ফেরত চলে এলেও, সেই নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি দুই দেশের প্রশাসনকে।
এবার সেই ‘মন কষাকষির’ সুযোগ নিতে পারে ভারত। সূত্রের খবর, চিনের ফিরিয়ে দেওয়া বোয়িং বিমানগুলিই কিনে নেওয়ার ফন্দি আঁটছে এয়ার ইন্ডিয়া। ভারতের বিমান পরিষেবা বাজারে আবার নিজের মাটি শক্ত করার চেষ্টা চালাচ্ছে এই সংস্থা। যার জন্য প্রয়োজন আরও বিমান। কিন্তু তা না থাকার কারণেই বারংবার পরিষেবা প্রদানে হোঁচট খেতে হচ্ছিল তাদের। এবার সেই সমস্যা মেটাতে বোয়িংয়ের কাছে দ্বারস্থ হতে পারে তারা।
তবে ফায়দা তোলার এই প্রতিযোগীতায় ভারত কিন্তু একা নেই। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার মতো বোয়িংয়ের তৈরি বিমানগুলি কিনতে আগ্রহ প্রকাশ করেছে মালেশিয়ার একটি বিমান পরিষেবার প্রদানকারী গোষ্ঠীও। এবার কে জিতবে, সেই দিকেই নজর বাণিজ্যিক মহলের।