Air India Plane Crash-Gallery: জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল বিমান, পুড়ে ছারখার এলাকা, কী অবস্থা দেখুন সব ছবি

Air India Plane Crash: পুড়ে গিয়েছে বহুতলের অংশ। বিমানযাত্রী ছাড়াও অনেকের মৃ্ত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Air India Plane Crash-Gallery: জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল বিমান, পুড়ে ছারখার এলাকা, কী অবস্থা দেখুন সব ছবি

Jun 12, 2025 | 5:07 PM

বিমানবন্দর থেকে ওড়ার মিনিট পাঁচেকের মধ্যেই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। দেশের অসামরিক বিমান পরিষেবার ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনার সাক্ষী হল দেশ। বিমানে থাকা ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, বিমানবন্দরের অদূরে জনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়ে বিমানটি।

দুপুর ১টার কিছুক্ষণ পর ওই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। কয়েক মুহূর্তের মধ্যেই জনবহুল এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। বাড়ি, অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়েন লোকজন।

ছবি ও ভিডিয়োতে দেখা গিয়েছে জনবসতিপূর্ণ এলাকার বিস্তীর্ণ অংশ পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। পৌঁছেছে অ্য়াম্বুল্যান্স। আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

 

একটি নির্ণীয়মান বহুতলের ছবি দেখা যাচ্ছে, যা আগুনে পুড়ে গিয়েছে অনেকটাই। এছাড়াও একটি মেডিক্যাল কলেজের হস্টেলের উপর বিমানের অংশ ভেঙে  পড়ে বলে সূত্রের খবর।

স্থানীয় একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে বিমানযাত্রী ছাড়াও অনেকে মৃত্যু হয়েছে। মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের হস্টেলের উপরেও ভেহে পড়েছে বিমানের অংশ।

হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ছে ভিড়। বেশিরভাগই অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন। গুরুতর দগ্ধ রোগীর সংখ্যা অনেক।