খাওয়া-দাওয়া সেরে সবে বেরিয়েছেন… ঠিক তখনই, এ যেন নতুন ‘জীবন’ পেলেন মায়াঙ্ক

Air India Plane Crash: বৃহস্পতিবার দুপুরে আহমেবাদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। মেঘানি নগরের বিজে মেডিক্যাল কলেজের উপরে ভেঙে পড়ে একটা বড় অংশ।

খাওয়া-দাওয়া সেরে সবে বেরিয়েছেন... ঠিক তখনই, এ যেন নতুন জীবন পেলেন মায়াঙ্ক

Jun 13, 2025 | 7:55 PM

আহমেদাবাদ: ১২ জুন। দুপুর ১২টা ৪৪ মিনিট। বন্ধুদের সঙ্গে খাবার খাওয়ার জন্য মেসে গিয়েছিলেন মায়াঙ্ক সেন। খাওয়া শেষ করে তাঁরা যখন হস্টেলের দিকে রওনা হন, তখন ঘড়িতে দুপুর ১টা। তখন তাঁরা সবে হস্টেলে পৌঁছেছেন, হঠাৎ শুনতে পেলেন একটা প্রচণ্ড শব্দ।

বাইরের দিকে তাকিয়ে দেখেন চারদিক কালো ধোঁয়ায় ঢাকা। শোনা যাচ্ছে চীৎকার। রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। ডাক্তারি পড়ুয়ারা জানতে পারেন, এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছিল। মাত্র কয়েক মিনিট আগে মায়াঙ্করা যেখানে ছিলেন, সেখানেই ভেঙে পড়ে বিমানটি।

কয়েক মুহূর্ত পর তাঁদের মনে হল, ঈশ্বর যেন তাঁদের আবার নতুন জীবন দিয়েছেন। যদি কয়েক মিনিট আগে হত, তাহলে আজ তাঁরা বেঁচে থাকতেন না। মায়াঙ্কের বাবা কিষাণ সেন জানান, টিভি এবং মোবাইলে দুর্ঘটনার খবর পৌঁছতেই পরিবারে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। মায়াঙ্ককে সঙ্গে সঙ্গে ফোন করা হয়। কিন্তু তাঁর ফোনে নেটওয়ার্ক ছিল না। গোটা পরিবার কার্যত আতঙ্কিত হয়ে যায়।

কিছুক্ষণ পর ফোন আসে। মায়াঙ্কের সঙ্গে কথা হয় পরিবারের। তিনি ভাল আছেন জানতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিবার।

বৃহস্পতিবার দুপুরে আহমেবাদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। মেঘানি নগরের বিজে মেডিক্যাল কলেজের উপরে ভেঙে পড়ে একটা বড় অংশ। একাধিক মেডিক্যাল ছাত্রের মৃত্য়ুও হয়েছে।