Air India Plane Crash: ক্যান্টিনে তখনও ছড়িয়ে-ছিটিয়ে খাবারের থালা, মেডিক্যাল কলেজ হস্টেলের ঠিক উপরে পড়ল বিমান, শিউরে ওঠার মতো ছবি

Air India Plane Crash: মেডিক্যাল কলেজের ছবি দেখেই বোঝা যাচ্ছে, দুপুরের খাওয়া-দাওয়া চলছিল ক্যান্টিনে। সেই সময় ভেঙে পড়ে বিমান। পুড়ে ছারখার হয়ে গিয়েছে হস্টেলের একটা বড় অংশ।

Air India Plane Crash: ক্যান্টিনে তখনও ছড়িয়ে-ছিটিয়ে খাবারের থালা, মেডিক্যাল কলেজ হস্টেলের ঠিক উপরে পড়ল বিমান, শিউরে ওঠার মতো ছবি
মেডিক্যাল কলেজের হস্টেলে ভেঙে পড়ে বিমানটিImage Credit source: TV9 Bangla

Jun 12, 2025 | 4:22 PM

আহমেদাবাদ: বৃহস্পতিবার দুপুরে টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে বিমানটি। যে ভয়াবহ আগুনের ছবি দেখা গিয়েছে, তাতে বুঝতে অসুবিধা হয় না যে এলাকাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই সামনে আসছে গুজরাতের মেঘানি নগর এলাকার মেডিক্যাল কলেজের হস্টেলের ছবি। ওই হস্টেলের উপরেই বিমান ভেঙে পড়েছে বলে সূত্রের খবর।

মেঘানি নগরের বিজে মেডিক্যাল কলেজের ওই হস্টেলে ছিলেন বহু চিকিৎসক পড়ুয়া। একাধিক মেডিক্যাল পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। তবে সংখ্যাটা এখনও স্পষ্ট নয়। পোড়া অংশের ছবিগুলি থেকে স্পষ্ট, হস্টেলের ভিতরে ব্যাপক ক্ষতি হয়েছে।

হস্টেলের দেওয়াল ভেঙে ঢুকে গিয়েছে বিমানের অংশ। ভেঙে গিয়েছে ছাদ ও দেওয়ালের অংশ। ক্যান্টিনের ছবিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, টেবিলের উপর পড়ে রয়েছে থালা, গ্লাস। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খাবার। বোঝাই যাচ্ছে, খাওয়া-দাওয়া চলছিল ক্যান্টিনে।

তবে শুধুমাত্র মেডিক্যাল কলেজ নয়, এলাকার একাধিক বিল্ডিং-এ ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। একটি নির্ণীয়মান বহুতলের ছবি প্রকাশ্য়ে এসেছে, যার একটা বড় অংশ পুড়ে ছারখার হয়ে গিয়েছে। দমকলবাহিনী সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ে মেঘানি নগর এলাকায়। বিমানে পাইলট, ক্রু সহ ছিলেন মোট ২৪২ জন। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। খবর পেয়ে আহমেবাদে ছুটে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।