Air India Plane Crash: ভেঙে পড়া বিমানে ছিল দুই সদ্যোজাত! দুর্ঘটনার দু’ঘণ্টার মধ্যে বড় খোলসা এয়ার ইন্ডিয়ার

Air India Plane Crash: কমপক্ষে ২৪২ জনের মৃত্যুর হয়েছে বলে আশঙ্কা। তবে এই প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া বা প্রশাসনিক তরফে মুখ খোলা হয়নি। এদিনের লন্ডনগামী বিমান কত জন ভারতীয় ছিলেন, কত জনই বা বিদেশি ছিলেন, সেই নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে বিমান পরিষেবাকারী সংস্থা এয়ার ইন্ডিয়া।

Air India Plane Crash: ভেঙে পড়া বিমানে ছিল দুই সদ্যোজাত! দুর্ঘটনার দুঘণ্টার মধ্যে বড় খোলসা এয়ার ইন্ডিয়ার
ঘটনাস্থলের ছবিImage Credit source: X

|

Jun 12, 2025 | 4:15 PM

আহমেদাবাদ: কত জনের মৃত্যু হয়েছে, কত জনই বা বেঁচে রয়েছে। কারা আহত? কত জন নিখোঁজ? প্রশাসনিক ভাবে কোনও তথ্যই মেলেনি। মৃত্যু নিয়ে তথ্য দিতে পারেনি টাটা গোষ্ঠী আওতাধীন এয়ার ইন্ডিয়াও। বৃহস্পতিবার,  দুপুর ১টা ৩৪ মিনিট নাগাদ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড়ে যায় বোয়িং ৭৮৭-এর এআই ১৭১ বিমানটি। ৪ মিনিটের তফাৎ। তারপর বিচ্ছিন্ন হয় যোগাযোগ। খবর মেলে আকাশ থেকে ভেঙে পড়়েছে এয়ার ইন্ডিয়ার সেই বিমানটি।

সংবাদসংস্থা ANI সূত্রে খবর, কমপক্ষে ২৪২ জনের মৃত্যুর হয়েছে বলে আশঙ্কা। তবে এই প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া বা প্রশাসনিক তরফে মুখ খোলা হয়নি। এদিনের লন্ডনগামী বিমান কত জন ভারতীয় ছিলেন, কত জনই বা বিদেশি ছিলেন, সেই নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে বিমান পরিষেবাকারী সংস্থা এয়ার ইন্ডিয়া।

নিজেদের সমাজমাধ্যমে একটি পোস্ট লিখে তারা জানিয়েছে, ‘এআই ১৭১ বিমান, যা মোট ২৪২ জন যাত্রী ও পরিষেবা প্রদানকারী-সহ লন্ডনের পথে উড়ান দিয়েছিল।’ সংস্থার সংযোজন, এই ২৪২ জনের মধ্যে ক্রিউ সদস্য বা বিমানে চালক-পরিষেবা প্রদানকারীর সংখ্যা ছিল ৮ জন। ১৬৯ জন ছিলেন ভারতীয়। ৫৩ জন ব্রিটিশ নাগরিক। ৭ জন পোর্তুগালের নাগরিক ও ১ জন কানাডার নাগরিক। এছাড়াও ছিল ১১ জন শিশু ও ২ জন সদ্যোজাত।

দুর্ঘটনাগ্রস্থ এই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও। তার অফিস সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় তিনি গুরুতর আহত। বিমানের বিজনেস ক্লাসে চেপে লন্ডন যাচ্ছিলেন তিনি। কিন্তু উড়ানের ক্ষণিকের মধ্যেই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে বিমানটি। ঝলসে গিয়েছে একাধিক দেহ। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ বিমান থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪০টি ঝলসানো দেহ।