Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Artificial Intelligence: ভারতই কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, বলছেন সুন্দর পিচাইরা

AI: এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেন, "বিশ্বের প্রথম সারির অনেক কম্পিউটার বিজ্ঞানীর মাতৃভূমি ভারত।" এআই বিপ্লবে আন্তর্জাতিক লিডার হওয়ার ক্ষেত্রে এটা ভারতের বড় শক্তি বলে তিনি মনে করেন।

Artificial Intelligence: ভারতই কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, বলছেন সুন্দর পিচাইরা
Image Credit source: Getty Images
Follow Us:
| Updated on: Feb 11, 2025 | 12:20 AM

নয়াদিল্লি: সারা বিশ্বে আলোড়ন ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। আন্তর্জাতিক প্রযুক্তি ক্ষেত্রে বিপুল পরিবর্তন আসছে AI-র হাত ধরে। আর এই পরিবর্তনে বড় অবদান রয়েছে ভারতের। বিশ্বের বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি স্বীকার করছে, কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক পাওয়ার হাউস হয়ে উঠছে ভারত। এখানে যেমন মেধা রয়েছে। তেমনই এআই প্রযুক্তিকে দ্রুত গ্রহণ করার ক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলির শীর্ষ পদাধিকারীরা বলছেন, এআইয়ের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা পালন করছে ভারত।

গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, এআই ফ্রন্টিয়ারে নেতৃত্ব দিতে পারে ভারত।

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেন, “বিশ্বের প্রথম সারির অনেক কম্পিউটার বিজ্ঞানীর মাতৃভূমি ভারত।” এআই বিপ্লবে আন্তর্জাতিক লিডার হওয়ার ক্ষেত্রে এটা ভারতের বড় শক্তি বলে তিনি মনে করেন। তাঁর বক্তব্য, ভারতের নিজস্ব এআই তৈরি করা উচিত। এআই ডেলিভারির ক্ষেত্রে ভারতের পরবর্তী প্রজন্ম ব্যাক অফিসের ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।

আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ বলেন, “AI-র বিস্তারে আন্তর্জাতিক লিডার হতে প্রস্তুত ভারত। জনসংখ্যা এবং ডেটা সম্পদের জন্য আন্তর্জাতিক লিডার হওয়ার ক্ষেত্রে ভারত এগিয়ে।”

ভারতীয় কোম্পানিগুলিতে এআই-এর ব্যবহার বাড়ছে। শতাংশের বিচারে সারা বিশ্বের এআই ব্যবহারের চেয়ে ভারতের কোম্পানিগুলিতে এআই বেশি ব্যবহৃত হয়। এএমডি-র সিইও লিসা সু বলেন, “আমাদের সংস্থার কাছে ভারত শুধু একটা বাজার নয়। তার থেকেও বেশি কিছু।”