নয়াদিল্লি: মুসলিমদের নতুন বছরের উদযাপন থেকে বিরত থাকা আর্জি জানালেন সর্বভারতীয় মুসলিম জামাতের সভাপতি মৌলনা সাহাবুদ্দিন রাজভি বরেলভি। পয়লা জানুয়ারি নতুন বছরের উদযাপনে না মেতে নিজস্ব ধর্মীয় রীতি নীতি পালনের ফতোয়া জারি করলেন তিনি।
এদিন একটি ফতোয়া জারি করে তিনি বলেন, ‘নতুন বছর উদযাপন মুসলিম ভাই-বোনেদের জন্য কখনওই গর্বের কথা নয়। এই নতুন বছরটি আদতেই খ্রিস্ট ধর্মের অনুসরণকারীদের জন্য পালন করা হয়।’ তিনি আরও বলেন, ‘ভিন ধর্মের উৎসবে না মেতে নিজেদের ধর্মীয় নীতি পালনই আসল ধর্ম পালন।’
কে এই সাহাবুদ্দিন?
মুসলিম ধর্মগুরু রূপে পরিচিতি। পাসমান্দা বা মুসলিম সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জাতিদের নিয়ে কাজ করেন তিনি। বর্তমানে অল ইন্ডিয়া মুসলিম জামাতের সর্বভারতীয় সভাপতি তিনি। মাঝে মধ্যে সমাজমাধ্যমে আলটপকা মন্তব্য করে বসেন সাহাবুদ্দিন।
উল্লেখ্য, ইসলামিক ধর্মগুরুর নতুন বছর নিয়ে করা মন্তব্যে কার্যত বিরক্তি প্রকাশ করেছে নেটিজেনদের একাংশ। সমাজমাধ্যমে হামেশাই এই রকম বেনজির মন্তব্য করে থাকেন সাহাবুদ্দিন। এর আগে সলমন রুশদির লেখা বিখ্যাত উপন্যাস ‘দ্যা স্যাটানিক ভার্সেস’কে নিয়ে কটুক্তি করেছিলেন তিনি।
তিনি বলেছিলেন, ‘তিন দশক ধরে নিষিদ্ধ বইয়ের তালিকায় থেকেও মানুষ এই বইটা নানাভাবে কিনছে। এই বইটিকে একেবারে লোকচক্ষুর আড়ালে করে দেওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘এই বই দেশের সমাজ ও ধর্মীয় ভাবনায় আঘাত আনবে।’