High Court: ‘নিজের বিপদ নিজেই ডেকেছেন…’, ধর্ষণ মামলায় অভিযুক্তকে জামিন দিয়ে রায় হাইকোর্টের
High Court: পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, বাড়ি তো দূর, গাড়িতে চাপানোর পর থেকেই নির্যাতিতাকে যৌন হেনস্থা করেন ওই অভিযুক্ত। এমনকি, তাঁর বাড়িতে নিয়ে যাওয়ায় অছিলায় একটি ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন অভিযুক্ত।

লখনউ: ‘তিনি নিজের বিপদ নিজে ডেকে এনেছেন।’ একটি ধর্ষণ মামলায় রায় দিতে গিয়ে এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। ঘটনা ২০২৪ সালের। এক স্নাতকোত্তরের পড়ুয়া তার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে উত্তরপ্রদেশের নয়ডার একটি পানশালায় গিয়েছিলেন। সেখানেই অভিযুক্তের সঙ্গে পরিচয় হয় ওই নির্যাতিতার।
তাঁর অভিযোগ, তখন রাত ৩টে। প্রত্যেকেই অত্যন্ত নেশাগ্রস্থ। সেই সময়ই অভিযুক্ত ওই নির্যাতিতাকে সেই রাতের জন্য তাঁর বাড়িতে আমন্ত্রণ জানায়। সদ্য পরিচিত হওয়ায় নির্যাতিতা প্রথমে রাজি না হলেও, পরে হাজার হাজার কাকুতি-মিনতির পর সে ওই অভিযুক্তের সঙ্গে যেতে রাজি হয়। আর তখনই ঘটে বিপত্তি।
পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, বাড়ি তো দূর, গাড়িতে চাপানোর পর থেকেই নির্যাতিতাকে যৌন হেনস্থা করেন ওই অভিযুক্ত। এমনকি, তাঁর বাড়িতে নিয়ে যাওয়ার অছিলায় একটি ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন অভিযুক্ত। মহিলার বয়ানের ভিত্তিতে পুলিশ তড়িঘড়ি গ্রেফতার করে ওই অভিযুক্তকে।
সেই ভিত্তিতেই এলাহাবাদ হাইকোর্টে এই বছর জামিন আর্জি দায়ের করেন অভিযুক্ত। এদিন বিচারপতি সঞ্জয় কুমার সিংয়ের সিঙ্গল বেঞ্চে ছিল তার শুনানি। সেখানেই অভিযুক্তের আর্জি মঞ্জুর করে বিচারপতি বলেন, আদালত যদি মহিলার সমস্ত অভিযোগকে সত্যও বলে মেনে নেয়। তাতেও একটা বিষয় অবশ্যই উল্লেখযোগ্য যে উনি নিজের বিপদটা নিজেই ডেকে এনেছেন। এমনকি, নিজের বয়ানেও সেই কথাটা তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি, মেডিক্যাল পরীক্ষায় কোনও রকম যৌন নির্যাতনের দিকটি ফুটে ওঠেনি।

