AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Allahabad High Court: শার্টের বোতাম খোলা! আদালত অবমাননার অভিযোগে ছয় মাসের জেল আইনজীবীর

Allahabad High Court: এই মামলা প্রসঙ্গে আদালতের নির্দেশ, আইনজীবীকে ছয় মাসের জেল-সহ জরিমানা স্বরূপ দু'হাজার টাকা জমা দিতে হবে ও আগামী চার সপ্তাহের মধ্যে তাকে প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে।

Allahabad High Court: শার্টের বোতাম খোলা! আদালত অবমাননার অভিযোগে ছয় মাসের জেল আইনজীবীর
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Apr 11, 2025 | 7:07 PM
Share

লখনউ: আবার বিতর্কে এলাহাবাদ হাইকোর্ট। গত কয়েকদিন ধরে বেশ কিছু রায়দান ঘিরে মানুষের মুখে মুখে ছড়িয়েছে এলাহাবাদের উচ্চ আদালতের নাম। এবার জামার বোতাম খোলা থাকায় আদালত অবমাননার অভিযোগে ছয় মাসের সাজা হয়ে গেল আইনজীবীর।

আদালত সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি বিআর সিংয়ের ডিভিশন বেঞ্চে ছিল এই আদালত অবমাননার শুনানি। সেখানে আইনজীবীকে এমন সাজা শোনাল আদালত। ২০২১ সালে অভিযুক্ত আইনজীবী অশোক পাণ্ডে নির্দিষ্ট পোশাক ছাড়াই কোর্টরুমে উপস্থিত হয়েছিলেন। এমনকি, তার পরনে থাকা জামার বেশ কয়েকটি বোতামও খোলা ছিল।

নিয়মভঙ্গ করায় তখনই আইনজীবীকে আদালত কক্ষ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন বিচারকরা। কিন্তু পাল্টা তাদের ‘গুন্ডা’ বলে অভিহিত করেন সেই অভিযুক্ত আইনজীবী। যা ঘিরে চড়ে বিতর্ক। বাড়ে বিবাদ। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে স্বতপ্রণোদিত ভাবে অবমাননার অভিযোগ দায়ের করে আদালত। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।

এই মামলা প্রসঙ্গে আদালতের নির্দেশ, আইনজীবীকে ছয় মাসের জেল-সহ জরিমানা স্বরূপ দু’হাজার টাকা জমা দিতে হবে ও আগামী চার সপ্তাহের মধ্যে তাকে প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। যদি তিনি জরিমানা জমা না দেন, সেক্ষেত্রে তার আরও এক মাসের কারাদণ্ড হবে।