নয়া দিল্লি: বাংলায় সর্বশক্তি প্রয়োগ করেও জিততে পারেনি বিজেপি। ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে ভোটে লড়তে নামলেও ৮০-র আগেই থামতে হয়েছে গেরুয়া শিবিরকে। মমতার হ্যাটট্রিক কার্যত নিশ্চিত হয়ে যাওয়ার পরই টুইটে হার স্বীকার করে জনগণের মতকে স্বাগত জানিয়েছেন অমিত শাহ ও জেপি নাড্ডা। প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করার প্রতিশ্রুতিও দিয়েছেন শাহ।
কাগজে কলমে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা হলেও বাংলার নির্বাচন পরিচালনার পুরো দায়িত্বটাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অবস্থায় বাংলার হারের দায়িত্বও যে নৈতিকভাবে তাঁর ঘাড়ে পড়বে, সেটা পরিষ্কার। যদিও তিনি এই বিষয়ে মুখ খোলেননি। তবে বাংলায় টুইট করে লেখেন, “আমি বাংলার মানুষের রায়কে সম্মান জানাই। বিজেপির প্রতি সমর্থনের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ। বিজেপি শক্তিশালী বিরোধী দল রূপে বাংলার মানুষের অধিকার এবং রাজ্যের উন্নয়নের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে।”
আমি বাংলার মানুষের রায়কে সম্মান জানাই।
বিজেপির প্রতি সমর্থনের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ। বিজেপি শক্তিশালী বিরোধী দল রূপে বাংলার মানুষের অধিকার এবং রাজ্যের উন্নয়নের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে। @BJP4Bengal‘র সকল কার্যকর্তাদের পরিশ্রমের জন্য তাদের অভিনন্দন।
— Amit Shah (@AmitShah) May 2, 2021
অন্যদিকে, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা টুইটে লেখেন, “ভারতীয় জনতা পার্টি বাংলার জনতার আদেশকে হৃদয় থেকে সম্মান জানায় এবং এই ফলাফলের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানায়। আমি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জি-সহ সকল কার্যকর্তাদের পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ জানাই। বিজেপি ‘সোনার বাংলা’র স্বপ্নের জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাবে।”
ভারতীয় জনতা পার্টি বাংলার জনতার আদেশকে হৃদয় থেকে সম্মান জানায় এবং এই ফলাফলের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানায়। আমি রাজ্য সভাপতি @DilipGhoshBJP জী সহ সকল কার্যকর্তাদের পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ জানাই। বিজেপি ‘সোনার বাংলা’র স্বপ্নের জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাবে।
— Jagat Prakash Nadda (@JPNadda) May 2, 2021