Amit Shah: ২০২৬-এর মধ্যে মাও-মুক্ত হবে দেশ, লক্ষ্যমাত্রা স্থির করলেন অমিত শাহ

Aug 25, 2024 | 6:09 PM

Amit Shah: গত বছরের ডিসেম্বর মাসেই অমিত শাহ বলেছিলেন, মাওবাদী সন্ত্রাস মুছে যাবে দেশ থেকে। গত ১০ বছরে মাও হামলার ঘটনা ৫২ শতাংশ কমে গিয়েছে বলেও উল্লেখ করেন তিনি, মাও হামলায় মৃত্যুর ঘটনা কমেছে ৭০ শতাংশ।

Amit Shah: ২০২৬-এর মধ্যে মাও-মুক্ত হবে দেশ, লক্ষ্যমাত্রা স্থির করলেন অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Follow Us

নয়া দিল্লি: দেশ জুড়ে মাওবাদী কার্যকলাপ বন্ধ করে লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৬ সালের মধ্যে মাওবাদী কার্যকলাপ শেষ করার জন্য বিশেষ কৌশল নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার ছত্তিসগঢ়ের রায়পুরে এক সাংবাদিক বৈঠকে এ কথা বলেন অমিত শাহ।

ছত্তিসগঢ়ের মাও অধ্যুষিত এলাকায় কেমন পরিস্থিতি, তা খতিয়ে দেখতে গিয়েছিলেন অমিত শাহ। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও রাইয়ের সঙ্গে বৈঠকও করেন তিনি। অমিত শাহ জানান, মাওয়াবাদীদের জন্য নতুন সারেন্ডার পলিসি আনা হবে। তাই মাওবাদীরা যাতে আত্মসমর্পণ করেন, সেই আর্জি জানিয়েছেন তিনি। তিনি উল্লেখ করেন, মাওবাদীদের সন্ত্রাস দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এখনও পর্যন্ত মাও হানায় অন্তত ১৭,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি।

গত বছরের ডিসেম্বর মাসেই অমিত শাহ বলেছিলেন, মাওবাদী সন্ত্রাস মুছে যাবে দেশ থেকে। গত ১০ বছরে মাও হামলার ঘটনা ৫২ শতাংশ কমে গিয়েছে বলেও উল্লেখ করেন তিনি, মাও হামলায় মৃত্যুর ঘটনা কমেছে ৭০ শতাংশ।

মাও অধ্যুষিত এলাকাগুলিকে সন্ত্রাসমুক্ত করতে কেন্দ্রীয় সরকার কতটা তৎপর, সে কথাও উল্লেখ করেছেন অমিত শাহ। তিনি জানিয়েছেন, এই লক্ষ্যে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশের পাশাপাশি এনআইএ ও ইডি-ও যৌথভাবে কাজ করছে।

Next Article