Amit Shah: সবরমতীর ধারে স্বর্গীয় পরিবেশ, ‘প্রমুখ বার্নি অম্রুত মহোৎসব’-এ হাজির হলেন অমিত শাহ

BAPS-এর প্রেসিডেন্ট হিসেবে ৭৫ বছর পার করেছেন প্রমুখ স্বামী মহারাজ। তারই উদযাপন হয় এই উৎসবে। সারাজীবন কীভাবে স্বার্থহীনভাবে কাজ করে গিয়েছেন তিনি, তারই উদযাপন করা হয়। মানবসেবার কাজ করতে গিয়ে কখনও জাতি, বর্ণ দেখেননি মহারাজ। এমনকী ১৯৫০ সালে প্রেসিডেন্ট হওয়ার পর নিজে হাতে বাসনও মেজেছেন তিনি।

Amit Shah: সবরমতীর ধারে স্বর্গীয় পরিবেশ, প্রমুখ বার্নি অম্রুত মহোৎসব-এ হাজির হলেন অমিত শাহ
Image Credit source: TV9 Bangla

Dec 08, 2025 | 4:17 PM

গুজরাট: অক্ষরধামে আয়োজন করা হল ‘প্রমুখ বার্নি অম্রুত মহোৎসব’। প্রায় ৫০ হাজার ভক্তের উপস্থিতিতে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হল অক্ষরধামে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রমুখ স্বামী মহারাজ কীভাবে অনুপ্রাণিত করে, সে কথা উল্লেখ করেছেন শাহ।

অমিত শাহ বলেন, ভক্তি আর সেবাকে একত্রিত করে এক নজির তৈরি করেছেন প্রমুখ স্বামী মহারাজ। সনাতন ধর্মের সন্ত প্রথা ফিরিয়ে এনেছেন তিনি। সনাতন ধর্ম যখন নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে, সেই সময় এক পথ প্রদর্শক হয়ে উঠেছেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। তিনি মনে করিয়ে দিয়েছেন, জীবনের ৯টা দশক ধরে মানবসেবার রাজ করেছেন প্রমুখ স্বামী মহারাজ। আমেদাবাদে সবরমতী রিভার ফ্রন্ট সেন্টারে ওই উৎসবের উদ্বোধন করা হয়। সেখানে তুলে ধরা হয়। প্রমুখ স্বামী মহারাজের নানা সেবামূলক কাজ।

BAPS-এর প্রেসিডেন্ট হিসেবে ৭৫ বছর পার করেছেন প্রমুখ স্বামী মহারাজ। তারই উদযাপন হয় এই উৎসবে। সারাজীবন কীভাবে স্বার্থহীনভাবে কাজ করে গিয়েছেন তিনি, তারই উদযাপন করা হয়। মানবসেবার কাজ করতে গিয়ে কখনও জাতি, বর্ণ দেখেননি মহারাজ। এমনকী ১৯৫০ সালে প্রেসিডেন্ট হওয়ার পর নিজে হাতে বাসনও মেজেছেন তিনি। মহারাজের ঐতিহাসিক যাত্রার কথা তুলে ধরা হয়েছে উৎসবে। কীভাবে আমেদাবাদে তৈরি হওয়া অর্গানাইজেশন গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে।

রবিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে উৎসবের মঞ্চে স্বাগত জানানো হয় অমিত শাহ, হর্ষ সাংভি ও ভূপেন্দ্র পটেলকে। মানুষের সেবায় কীভাবে প্রমুখ স্বামী মহারাজ কাজ করেছেন, তা একাধিক ভিডিয়োর মাধ্যমে তুলে ধরা হয়েছে। অহম -শূন্যতা বা আত্মত্যাগ করার বিষয়টিও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রদ্ধা, বিশ্বাস সহ সব বিষয়ই জায়গা পেয়েছে। বিশ্বাসে ভর করেই প্রমুখ স্বামী মহারাজ কাজ করে চলেছেন।

নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অমিত শাহও। প্রমুখ স্বামী মহারাজ সমাজের জন্য কতটা কাজ করেছেন, সে কথাও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুজরাট বিজেপি প্রেসিডেন্ট জগদীশ বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল বলেন, “৯ দশক ধরে সক্রিয় প্রমুখ স্বামী মহারাজ। প্রমুখ স্বামী মহারাজ, মহন্ত স্বামী মহারাজ, স্বামীনারায়ণের উপস্থিতিতে গুজরাটের মাটি পূণ্য হয়েছে।” মহন্ত স্বামী মহারাজ উল্লেখ করেন, একসময় নিজে না খেয়ে তাঁকে খাইয়েছেন প্রমুখ স্বামী মহারাজ। তিনি বলেন, “তিনি সবসময় বিশ্বাস করেছেন, অন্য আনন্দেই নিজের মুখ। ”

এই উৎসব উপলক্ষে সবরমতীর নদীর ধারে আরতি ও বাজি পোড়ানো হয়। ৫০ হাজার ভক্ত একসঙ্গে আরতি করেন। অটল ব্রিজে বাজি প্রদর্শনী হয়। তিন মাস ধরে ৭ হাজার ভলান্টিয়ার মিলে এই উৎসবের আয়োজন করেছেন। বিদেশ থেকেও উপস্থিত ছিলেন ভক্ত ও অতিথিরা। প্রশাসনের তরফ থেকে সবরকমের সাহায্য করা হয়। আস্থা ভাজন চ্যানেল ও live.baps.org ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে দেখানো হয় পুরো অনুষ্ঠান।