Uttar Pradesh: ৩২ বছর ধরে বুকে পুষে রেখেছিল রাগ, সিবিআই আধিকারিককে সামনে পেয়ে বুকেই তির বিঁধে দিল দীনেশ

Uttar Pradesh: শনিবার পুলিশ জানিয়েছে, শুক্রবার লখনউয়ের হজরতগঞ্জে সিবিআইয়ের অফিসের বাইরে বছর পঞ্চান্নর এএসআই বীরেন্দ্র সিংয়ের উপর তির, ধনুক নিয়ে হামলা চালায় প্রাক্তন রেলকর্মী দীনেশ মুর্মু। বীরেন্দ্র সিংয়ের বুকে আঘাত লাগে। তির বিদ্ধ হয়ে বুকে গভীর ক্ষত হয়েছে।

Uttar Pradesh: ৩২ বছর ধরে বুকে পুষে রেখেছিল রাগ, সিবিআই আধিকারিককে সামনে পেয়ে বুকেই তির বিঁধে দিল দীনেশ
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

May 24, 2025 | 7:48 PM

লখনউ: এমনও হয়! ৩২ বছর ধরে পুষে রাখা রাগ মেটাতে তির, ধনুক নিয়ে আক্রমণ। অভিযুক্ত রেলের এক প্রাক্তন গ্যাংম্যান। আর আক্রান্ত সিবিআইয়ের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। ওই প্রাক্তন রেলকর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করেছিলেন আক্রান্ত এএসআই। তার পর চাকরি যায় অভিযুক্তর। ৩২ বছর পর সেই রাগ মেটাতে অভিযুক্ত আক্রমণ করলেন সিবিআইয়ের এএসআইকে। উত্তর প্রদেশের লখনউয়ে সিবিআইয়ের অফিসের সামনে ঘটনাটি ঘটেছে।

শনিবার পুলিশ জানিয়েছে, শুক্রবার লখনউয়ের হজরতগঞ্জে সিবিআইয়ের অফিসের বাইরে বছর পঞ্চান্নর এএসআই বীরেন্দ্র সিংয়ের উপর তির, ধনুক নিয়ে হামলা চালায় প্রাক্তন রেলকর্মী দীনেশ মুর্মু। বীরেন্দ্র সিংয়ের বুকে আঘাত লাগে। তির বিদ্ধ হয়ে বুকে গভীর ক্ষত হয়েছে। লখনউয়ের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

হজরতগঞ্জ থানার এসএইচও বিক্রম সিং জানান, বছর পঁয়ষট্টির দীনেশ মুর্মু রেলের গ্যাংম্যান ছিলেন। তাঁর বাড়ি বিহারের মুঙ্গেরে। ১৯৯৩ সালে দুর্নীতির অভিযোগের তদন্ত করেছিলেন সিবিআইয়ের এএসআই বীরেন্দ্র সিং। তদন্তের পর ওই রেলকর্মীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। সেই রাগই পুষে রেখেছিলেন দীনেশ। হামলার পর দীনেশকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, এর আগে দিল্লিতে ২০০৫ সালে এক পুলিশকর্মীকে আক্রমণ করেছিলেন দীনেশ। এক সিবিআই অফিসারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেইসময়ই পুলিশকর্মীকে আক্রমণ করেন। সেইসময় জেল হয়েছিল তাঁর। এরপর ২০১৫ সালে জৌনপুর রেলস্টেশনে এক জিআরপি জওয়ানের সঙ্গে তাঁর ঝামেলা হয়। সেই ঘটনাতে সাড়ে তিন বছর জেল হয় তাঁর। এবার সিবিআইয়ের এএসআইকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল তাঁকে।