জুয়াখেলায় রাশ টানতে অন্ধ্র প্রদেশে নিষিদ্ধ হল অনলাইন গেম
সংশোধনী বিলের নিয়ম অনুযায়ী, অনলাইন জুয়া খেলতে ধরা পড়লে প্রথমবারের সাজা হিসাবে এক বছর অবধি জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে। পরবর্তী প্রতিটি অপরাধ বা নিয়মভঙ্গের ক্ষেত্রে দুই বছর অবধি জেল ও ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
TV9 বাংলা ডিজিটাল: অনলাইনে গেম (Online Game)-র নেশায় বাড়ছে অপরাধের প্রবণতা। একদিকে গেমের নেশায় বুঁদ হয়ে পড়াশোনা লাটে উঠছে যুব সম্প্রদায়ের, অন্যদিকে অনলাইনে জুয়া খেলা (Online Gambling)-এ অংশ নিয়ে টাকা হারিয়ে আত্মহত্যার পথেও হাঁটছেন অনেক কিশোর-কিশোরী। গোটা বিষয়টিকে মাথায় রেখেই অনলাইন গেমে নিষেধাজ্ঞা জারি করল অন্ধ্র প্রদেশ (Andhra Pradesh) সরকার। মঙ্গলবার বিধানসভায় ধ্বনিভোটে এপি গেমিং(সংশোধনী)বিল ২০২০ পাশ হয়।
অন্ধ্র প্রদেশ বিধানসভায় গেমিং সংশোধনী বিলের পাশাপাশি পৌরসভা আইন( দ্বিতীয় সংশোধনী) বিল ২০২০, অন্ধ্র প্রদেশ মৎস খাদ্য (মান নিয়ন্ত্রণ) বিল, অন্ধ্র প্রদেশ চারামাছ (মান নিয়ন্ত্রণ) সংশোধনী বিল ও অন্ধ্র প্রদেশ ফিশারিজ় বিশ্ববিদ্যালয় বিল ২০২০-ও পাশ করানো হয় ধ্বনি ভোটের মাধ্যমে। তবে এই বিলগুলির বিরোধিতা করে তেলেগু দেশম পার্টি (Telegu Desham Party)।
অন্ধ্র প্রদেশ গেমিং সংশোধনী বিল সম্পর্কে মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি ( Jagan Mohan Reddy) বলেন, সাম্প্রতিককালে বহু যুবক-যুবতী আত্মহত্যার পথ বেছে নিয়েছে অনলাইন গেমে দেনার দায়ে ডুবে। অনলাইন গেমের ক্ষতিকারক দিকটি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন,”বহু ইন্টারনেট ওয়েবসাইট, যেখানে অনলাইন জুয়া খেলার সুযোগ দেওয়ার দাবি করা হয়, তা আসলে নির্ভরযোগ্য নয় এবং সাইটগুলির বৈধতা যাচাই করার জন্যও কোনও নির্দিষ্ট নিয়মাবলী নেই। ফলে গ্রাহকদের ঠকাতে আরও সুবিধা হয় এই সাইটগুলির। ব্যবহারকারীর সুরক্ষা ও গোপনীয়তা সম্পর্কেও বহু প্রশ্ন উঠেছে।” রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এম সুচরিতা জানান, অনলাইনে জুয়া খেলার মাধ্যমে যুব সম্প্রদায়ের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং আর্থিক তছরুপের মতো ঘটনাও বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: সকলকে করোনা ভ্যাকসিন দেওয়ার কথা কখনওই বলেনি সরকার: কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব
সংশোধনী বিলের নিয়ম অনুযায়ী, অনলাইন জুয়া খেলতে ধরা পড়লে প্রথমবারের সাজা হিসাবে এক বছর অবধি জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে। পরবর্তী প্রতিটি অপরাধ বা নিয়মভঙ্গের ক্ষেত্রে দুই বছর অবধি জেল ও ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কড়া হাতে নিয়ন্ত্রণে প্রতিটি অপরাধের ক্ষেত্রে অ-জামিনযোগ্য ধারায় মামলা করা হবে। তবে কেবল জুয়া সংক্রান্ত গেমগুলি নাকি সকল গেমগুলিই নিষিদ্ধ করা হবে, সে সম্পর্কে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি সরকারের তরফে।
আরও পড়ুন: প্রথম দিন নিষ্ফলা, আজ ফের বৈঠক, আইন বাতিলেই অনড় কৃষকরা