কলকাতা: নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি কলকাতায় আরও একটি বিমানবন্দর তৈরি নিয়ে আলোচনা শুরু হয়েছে অনেকেই। রাজ্য সরকারও তাতে সাহায্য করতে এগিয়ে এসেছে। কিন্তু বছরের পর বছর ধরে আলোচনা চললেও কোনও কাজ শুরু হয়নি। কবে হবে সেই দ্বিতীয় বিমানবন্দর? এই প্রশ্নই আজ সংসদে তুললেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়।
২০২২ থেকে রাজ্য সরকার জমির খোঁজ শুরু করেছে। দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনকেও এ ব্যাপারে জানানো হয়েছিল। দমদমে অবস্থিত কলকাতা বিমানবন্দরে চাপ কমানোর জন্যই এই দ্বিতীয় বিমানবন্দরের জন্য প্রস্তাব দেওয়া হয়। টাকাও বরাদ্দ করা হয়।
বৃহস্পতিবার অধিবেশন চলাকালীন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় বলেন, “বাংলা সব ক্ষেত্রে বঞ্চিত। কলকাতায় কেন কোনও দ্বিতীয় বিমানবন্দর তৈরি করা হচ্ছে না? টাকা বরাদ্দ হয়েছে । জমি দিয়েছে রাজ্য সরকার। কেন সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না। বাংলার মানুষ যদি চায়, জমি যদি পাওয়া যায়, তাহলে কেন বিমানবন্দর হবে না?” উল্লেখ্য, দুই বিমানবন্দরের দূরত্ব নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল, সে কথাও এদিন উল্লেখ করেন সুদীপ।
জবাবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু জানান, এই বিমানবন্দর তৈরি হবে। ইতিবাচক ইঙ্গিতই দিয়েছে সরকার। তিনি বলেন, “অধিবেশন শেষ হলে আমরা একটা স্পেশাল মিটিং করতে পারি এই বিষয়ে।” কোন পথে এগোবে বিমানবন্দর তৈরির কাজ, সেটাই আলোচনা হতে পারে ওই বৈঠকে।