Terror Attack: ফের লক্ষ্য সেনাবাহিনী, গুলির শব্দে কেঁপে উঠল পুঞ্চ

Jan 13, 2024 | 6:38 AM

Terror Attack on Army: বারবার জঙ্গি হামলার ঘটনার জন্য সম্প্রতি পুঞ্চ সেক্টরে গিয়েছেন লেফট্যানেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নর্দার্ন কমান্ডের জেনারেল কমান্ডিং অফিসার। তারই মধ্যে এই হামলা। বারবার এভাবে সেনাকে নিশানা করায় বাড়ছে উদ্বেগ।

Terror Attack: ফের লক্ষ্য সেনাবাহিনী, গুলির শব্দে কেঁপে উঠল পুঞ্চ
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

শ্রীনগর: তিন সপ্তাহের মধ্যে পরপর দু বার জঙ্গি হামলা কাশ্মীরের পুঞ্চে। শুক্রবার সন্ধ্যায় ফের একবার হামলার ঘটনা ঘটল কাশ্মীরে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা যাচ্ছে, হামলার আঁচ পেয়েই পাল্টা গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনা। ফলে জঙ্গিরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। দু পক্ষের মধ্যেই চলে গুলির লড়াই। তবে জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি এখনও। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তল্লাশি শুরু করেছে। কিছুদিন আগেই জঙ্গি হামলায়চার সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। তারপর তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হামলা হল। লক্ষ্য সেই বাহিনী।

সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। পুঞ্চ সেক্টরের কৃষ্ণা ঘাটি অঞ্চল থেকে আচমকা গুলির শব্দ শোনা যায়। তারপরই শুরু হয় তল্লাশি। মনে করা হচ্ছে, সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের নিশানা করেই ওই হামলা চালানো হয়েছিল। বারবার জঙ্গি হামলার ঘটনার জন্য সম্প্রতি পুঞ্চ সেক্টরে গিয়েছেন লেফট্যানেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নর্দার্ন কমান্ডের জেনারেল কমান্ডিং অফিসার। তারই মধ্যে এই হামলা।

এর আগে যেখানে হামলার ঘটনা ঘটেছিল, সেখান থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরেই জঙ্গি হামলা ঘটে শুক্রবার। জানা যায়, ২০০৩ সাল থেকে পীর পঞ্জল, রাজৌরি ও পুঞ্চ অনেকাংশে নিরাপদ হয়ে উঠেছিল। গত ২০২১ থেকে ফের জঙ্গিদের আনাগোনা বেড়েছে ওই অঞ্চলে। গত ২০ মাসে সেনা অফিসার ও কমান্ডো সহ মোট ২০ জন জওয়ানের মৃত্যু হয়েছে ওই এলাকায়।

Next Article