Anubrata Mondal: জামিন পেতে ‘পুরনো হাতিয়ারে’ শান দিচ্ছেন অনুব্রত, প্রস্তুত থাকতে বললেন আইনজীবীদের

Anubrata Mondal: সূত্রের খবর, আগামী দু থেকে তিনদিনের মধ্যে রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন করতে পারেন অনুব্রত মণ্ডল। মেডিক্যাল গ্রাউন্ডেই তিনি সেই আবেদন করবেন বলে খবর।

Anubrata Mondal: জামিন পেতে পুরনো হাতিয়ারে শান দিচ্ছেন অনুব্রত, প্রস্তুত থাকতে বললেন আইনজীবীদের
জেলে বসে কীসের গুটি সাজাচ্ছেন অনুব্রত? (নিজস্ব চিত্র)

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 15, 2023 | 4:58 PM

দিল্লি: তিহারে বসে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ভাবনায় এখন শুধু জামিন আর জামিন। একাধিকবার আদালতে জামিনের আবেদন করেছিলেন। তবে লাভের লাভ কিছুই হয়নি। যদিও,হাল ছাড়তে নারাজ কেষ্ট মণ্ডল। সূত্রের খবর, সোমবার ভার্চুয়ালি নিজের আইনজীবীর সঙ্গে ৩০ মিনিট কথাও বলেন। কীভাবে জামিন মিলবে এদিন চলে শলা-পরামর্শ। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে অনুব্রতর আইনজীবী তাঁকে আদালতে আবেদন করতে বলেছেন।

সূত্রের খবর, আগামী দু থেকে তিনদিনের মধ্যে রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন করতে পারেন অনুব্রত মণ্ডল। মেডিক্যাল গ্রাউন্ডেই তিনি সেই আবেদন করবেন বলে খবর। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট প্রস্তুত করে ফেলেছেন আইনজীবীরা। এ দিন, সংবাদ মাধ্যমে কেষ্ট মণ্ডল জানান, শনিবার সুকন্যার সঙ্গে দেখা হয়েছে তাঁর। মেয়ে ঠিক আছেন বলেও দাবি করেন তিনি।

এক মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। ইডি গ্রেফতার করার পর দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল গরু পাচার-কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুব্রতকে। কেষ্ট মণ্ডল বারবার বলেছেন তাঁর শরীর ভাল নেই। কয়েকদিন আগে আসানসোল আদালতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার সময়ও ‘শরীর ঠিক নেই’বলে জানিয়েছিলেন দাপুটে তৃণমূল নেতা। সঙ্গে শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন তিনি।’ বস্তুত, বর্তমানে তিহাড় জেলের মেডিক্যাল ওয়ার্ডে রয়েছেন তিনি। তবে আসানসোল সংশোধনাগারে থাকার সময়ও তিনি বলেছিলেন শরীর অসুস্থ। সঙ্গে পাইলস ও ফিসচুলার সমস্যা রয়েছে। পাইলসের অস্ত্রোপচারও হয়েছিল এসএসকেএম-এ। ফলে মেডিক্যাল গ্রাউন্ডে আদৌ কেষ্ট জামিন পাবে কি না এখনই সেইটাই দেখার।