Anubrata Mondal: জামিন খারিজ অনুব্রতর, ধোপে টিকল না অসুস্থতার যুক্তি

Sudeshna Ghoshal | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 25, 2023 | 12:12 AM

Anubrata Mondal: সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের মেডিক্যাল রিপোর্টকেই হাতিয়ার করতে চেয়েছিলেন তাঁর আইনজীবীরা। তবে সেই রিপোর্ট পাওয়া যায়নি বলে অভিযোগ।

Anubrata Mondal: জামিন খারিজ অনুব্রতর, ধোপে টিকল না অসুস্থতার যুক্তি
অনুব্রত মণ্ডল

Follow Us

নয়া দিল্লি : আপাতত তিহাড়-মুক্তি হচ্ছে না অনুব্রত মণ্ডলের। দিল্লির আদালতে খারিজ হয়ে গেল বীরভূমের তৃণমূল সভাপতির জামিনের আর্জি। শারীরিক অসুস্থতার যুক্তি দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ছিল সেই জামিন মামলার শুনানি। অনুব্রতর পক্ষে এদিন সওয়াল করেন আইনজীবী মুদিন জৈন। শুনানির পর জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, তিহাড় জেলের কাছ থেকে বারবার চাওয়া সত্ত্বেও অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়নি বলে এদিন দাবি করেছেন অনুব্রতর আইনজীবী। পরবর্তী শুনানির দিন এখনও নির্দিষ্ট করা হয়নি।

গত মার্চ মাস থেকে তিহাড় জেলে রয়েছেন গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত। ৭ নম্বর সেলে রয়েছেন তিনি। ওই জেলেই,৬ নম্বর সেলে রয়েছেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও। সম্প্রতি জেলের মধ্যে তাঁর অসুস্থতা বাড়ে বলেও জানা যায়। এরপরই আদালতে জামিনের আবেদন জানান তিনি। কয়েকদিন আগে ভার্চুয়াল মাধ্যমে নিজের আইনজীবীর সঙ্গে ৩০ মিনিট কথা বলেন অনুব্রত। কীভাবে জামিন পাওয়া যাবে, তা নিয়ে শলা-পরামর্শ করেন তিনি।

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের মেডিক্যাল রিপোর্টকেই হাতিয়ার করতে চেয়েছিলেন তাঁর আইনজীবীরা। তবে সেই রিপোর্ট পাওয়া যায়নি বলে অভিযোগ। আইনজীবী মুদিত জৈন এদিন আদালতে দাবি করেন, গত ৭ মার্চ তিহার থেকে মেডিক্যাল রিপোর্ট চেয়েছিলেন তাঁরা। আজ অবধি সেই রিপোর্ট পাওয়া যায়নি বলে আদালতে জানান আইনজীবী।

উল্লেখ্য, তিহাড়ে যাওয়ার পর থেকেই বারবার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন অনুব্রত। তিহাড়ের জেল হাসপাতালে চিকিৎসাও হয়েছে তাঁর। অন্যদিকে, কয়েকদিন আগে আসানসোল আদালতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার সময়ও ‘শরীর ঠিক নেই’ বলে জানিয়েছিলেন অনুব্রত।

Next Article