AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: লাদেনের মডেলেই ‘কামাল’, কীভাবে জঙ্গিতে পরিণত হল চিকিৎসকরা?

Delhi Blast Terror Module: সম্প্রতি এই ফরিদাবাদ নাশকতার চক্রের মূল মাথাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। তাঁর নাম ইমাম ইরফান আহমেদ। জম্মু-কাশ্মীরের শোপিয়ান থেকেই গ্রেফতার করা হয়েছে এই সন্দেহভাজন জঙ্গিকে। তদন্তকারীদের অনুমান, চিকিৎসক উমর, মুজাম্মিল, শাহিনদের মাথায় সন্ত্রাসের স্বপ্ন বুনেছিলেন এই ইরফানই। তিনি পেশায় শ্রীনগরের একটি সরকারি মেডিক্যাল কলেজের প্যারামেডিক্যাল স্টাফ। সেখানকার নওগামেই রয়েছে তাঁর 'পাঠশালা'।

Explained: লাদেনের মডেলেই ‘কামাল’, কীভাবে জঙ্গিতে পরিণত হল চিকিৎসকরা?
| Updated on: Nov 24, 2025 | 3:45 PM
Share

নয়াদিল্লি: ১৯৭৬ সাল। সৌদি আরবের আব্দুল-আজিজ বিশ্ববিদ্যালয়। ইকনোমিকসের ক্লাস চলছে। ক্লাস নিচ্ছেন অধ্য়াপক আব্দুল ইউসূফ আজাম। এই ক্লাসেই বসে রয়েছেন বিশ্বে কুখ্যাত জঙ্গি ওসামা-বিন-লাদেন। তাঁকে গোটা বিশ্ব তখনও চেনে না। আগামী দশ বছরের মধ্যে এই নামটাই যে একাংশের কাছে ভয়ের কারণ হয়ে উঠবে, তাও কেউ জানতেন না। লাদেনের গুরু বলতে একজনই। ওই ইকনোমিকসের ক্লাস নেওয়া অধ্যাপক আব্দুল আজাম। ১৯৮০ সালে এই দু’জন মিলে আফগানিস্তানে চলা ‘সোভিয়েত-রাজ’ শেষ করতে তৈরি করেছিল মাকতব-আল-খিদামত নামে একটি জিহাদি সংগঠন। সেই থেকেই শুরু হয় লাদেনের সশস্ত্র সংগ্রাম। কৃতী ছাত্র পরিণত হয় বিশ্বের মোস্ট ওয়ান্টেড জঙ্গিতে। লাদেনের এই পরিণতি মানুষকে ভাবিয়েছিল। সেই থেকেই উঠে এসেছিল ‘হোয়াইট কলার টেরর’ তত্ত্ব। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন