India-Pakistan Border Dispute: মাটি হল আলোচনা! ভারত-পাক সেনার বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই উত্তেজনা নিয়ন্ত্রণ রেখায়, শহিদ এক জওয়ান

India-Pakistan Border Dispute: তাদের রুখতে গুলি চালায় সেনা। পাল্টা গুলি চালিয়ে পালিয়ে যেতে শুরু করে সেই অনুপ্রবেশকারীরা। তখন গুলির এই লড়াইয়ে গুরুতর জখম হন সেনার জুনিয়র কমিশন অফিসার।

India-Pakistan Border Dispute: মাটি হল আলোচনা! ভারত-পাক সেনার বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই উত্তেজনা নিয়ন্ত্রণ রেখায়, শহিদ এক জওয়ান
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Apr 12, 2025 | 1:50 PM

শ্রীনগর: বৃহস্পতিবারেই জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ ইস্যুতে বিস্তর আলোচনা করল ভারত-পাক সেনা। সেই আলোচনার ২৪ ঘণ্টাও কাটেনি, তার আগেই ওই একই ইস্যুতে উত্তেজনা চড়ল সীমানা এলাকায়।

শুক্রবার তখন রাত বাড়ছে। হঠাৎ করেই জম্মুর আখনৌর সেক্টরে তারের বেড়া পেরনোর চেষ্টা করে এক দল। এই পাড়ে আসতেই কর্মরত সেনা-জওয়ানদের নজরেও পড়ে তারা। আর তখনই চড়ে পারদ। সেনা সূত্রে খবর, খালি হাতে নয়, বরং পিঠে ভারী ভারী বন্দুক নিয়ে ভারতের দিকে ঢুকে পড়েছিল সেই অনুপ্রবেশকারীরা।

তাদের রুখতে গুলি চালায় সেনা। পাল্টা গুলি চালিয়ে পালিয়ে যেতে শুরু করে সেই অনুপ্রবেশকারীরা। তখন ওই গুলির লড়াইয়ে গুরুতর জখম হন সেনার জুনিয়র কমিশন অফিসার। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হাসপাতালে। কিন্তু তাতেও রক্ষা পায় না প্রাণ। গোটা রাত যমে-মানুষে টানাটানির পর মৃত্যু হয়েছে ওই অফিসারের।

এই ঘটনার ঘন্টাকয়েকও হয়নি। তার মধ্য়েই আবার যুদ্ধবিরতি ভঙ্গ করে গুলি চালায় পাকিস্তান সেনা। বৃহস্পতিবারের বৈঠকে দুই দেশের সেনার মধ্যে যুদ্ধবিরতি মেনে চলা নিয়ে দফায় দফায় আলোচনা চলেছিল। কিন্তু ২৪ ঘণ্টা কাটতেই সেই আলোচনায় জল ঢেলে দিয়েছে পাকিস্তান। রাতে অন্ধকারেই চালিয়েছে গুলি। পাল্টা গুলি চালাতে কিন্তু ‘হাত কাঁপেনি’ ভারতীয় সেনা-জওয়ানদেরও। তবে এই গুলি বর্ষণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।