করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। রিপোর্ট বলছে, এশিয়া (Asia) মহাদেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সংক্রমিত নেই। দেশে অক্সিজেন ঘাটতি। হাসপাতালে বেডের অভাব। এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে মানুষের সচেতন হওয়া জরুরি। ইতিমধ্যেই নানা জায়গায় লকডাউন (Lockdown) জারি করা হয়েছে।
এমন সময় সতর্কমূলক পদক্ষেপ নিল অসম সরকার। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে অসমে। ২১ মে থেকে চালু হবে এই নিয়ম। টানা ১৫ দিন এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে পারবে না অসমবাসী। করোনাকে রুখতে এমন পদক্ষেপই নিতে হল অসমে।
বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোভিড সংক্রমণ রোধ করার জন্য সারা রাজ্যে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রতিদিন বহু মানুষ এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করছে। এইভাবে চলতে থাকলে করোনাকে কোনও দিনই নিয়ন্ত্রণ করা যাবে না।
সোমবার এই রাজ্যে ৬,৩৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৯২ জন। সবাইকে সচেতন হতে বলা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রেরগুলির পক্ষ থেকে। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও ছাড় থাকবে জরুরি পরিষেবায়। অ্যাম্বুলেন্স, অক্সিজেন বহনকারী গাড়ি সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এক জেলা থেকে অন্যত্র যাতায়াত করতে পারবেন।