Aadhaar Card Issue in Assam: ১৮ হলেই শেষ! আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার

Aadhaar Card Issue in Assam: ১৮ কিংবা তার উর্ধ্বে যাদের বয়স, তারা আর নতুন আধার কার্ডের জন্য আবেদন জমা দিতে পারবেন না। আর এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভাও। তবে এই নতুন নিয়মে একটা ছাড়ও রেখেছে তারা।

Aadhaar Card Issue in Assam: ১৮ হলেই শেষ! আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Aug 22, 2025 | 4:18 PM

নয়াদিল্লি: আর মিলবে না নতুন আধার কার্ড। রাজ্যে এবার নয়া নিয়ম, ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু কোন রাজ্যে? বৃহস্পতিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ১৮ কিংবা তার উর্ধ্বে যাদের বয়স, তারা আর নতুন আধার কার্ডের জন্য আবেদন জমা দিতে পারবেন না। আর এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভাও। তবে এই নতুন নিয়মে একটা ছাড়ও রেখেছে তারা।

জানা গিয়েছে, তফসিলি জাতি-উপজাতি ও চা বাগানের কর্মী ছাড়া অসমের বাদ বাকি বাসিন্দার উপরে এই নয়া নিয়ম লাগু হয়েছে। তবে যারা এখনও নতুন আধার কার্ডের জন্য আবেদন জানাননি। তাদের এক মাসের ডেডলাইন দিয়ে নতুন আধার কার্ডের জন্য আবেদন জানাতে বলেছে রাজ্য।

এদিন হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “তফসিলি জাতি-উপজাতি ও চা বাগানের কর্মী ছাড়া ১৮ কিংবা তার উর্ধ্বের কোনও ব্যক্তি নতুন আধার কার্ডের জন্য আর আবেদন জানাতে পারবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তবে যারা এখনও নতুন আধার কার্ডের আবেদন জানাননি, তাদের বলব, সেপ্টেম্বরের মধ্য়ে এই সংক্রান্ত আবেদন জমা দিন।”

কিন্তু এই সময়সীমা শেষ হওয়ার পর যে আর আধার কার্ডের আবেদন জানানো যাবে না এমনটা নয়। অসমের মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, “বিরল থেকে বিরলতম ক্ষেত্রে জেলাশাসক কোনও ব্যক্তিকে যাচাইয়ের মাধ্যমে নতুন আধার কার্ডের আবেদন জানানোর জন্য অনুমোদন দিতে পারবেন।”

আধার কার্ড নিয়ে হঠাৎ কেন কড়া অসম?

বৃহস্পতিবার সেই ব্যাখ্যাও দিয়েছেন হিমন্ত। তিনি জানিয়েছেন, “মূলত অবৈধ অনুপ্রবেশকারী, বিশেষ করে বাংলাদেশিদের অসমে প্রবেশের পর জালি আধার কার্ড বানানো বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে হিমন্তের সরকার।” গত কয়েক মাস ধরে ‘বাংলাদেশি’ সন্দেহে ধৃত একাধিক অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে অসম সরকার। বিভিন্ন জায়গায় চলেছে উচ্ছেদ প্রক্রিয়াও। এবার আধার কার্ডেও বাড়তি নজরদারি শুরু করেছে অসম সরকার।