Himachal: আবার মৃত্যু হিমাচলে, ভয়ঙ্কর ভূমিধসে চাপা পড়ল বাস, কমপক্ষে মৃত ১৫

ইতিমধ্যেই এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী দফতর (PMO) পক্ষ থেকে এক্স (X)-এ পোস্ট করে জানানো হয়েছে, "হিমাচল প্রদেশের বিলাসপুরে দুর্ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

Himachal: আবার মৃত্যু হিমাচলে, ভয়ঙ্কর ভূমিধসে চাপা পড়ল বাস, কমপক্ষে মৃত ১৫
হিমাচল প্রদেশে ভয়ঙ্কর ঘটনাImage Credit source: x handle

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 07, 2025 | 10:30 PM

হিমাচল প্রদেশ: ভয়াবহ দুর্ঘটনা হিমাচল প্রদেশে। সেখানে বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে কমপক্ষে পনেরো জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে বলু ব্রিজের কাছে এক পাহাড়ে ধসে নামে। সেই সময় ওই রাস্তা দিয়ে একটি বেসরকারি যাত্রীবাহী বাস যাচ্ছিল। তখনই সম্পূর্ণভাবে চাপা পড়ে যায় বাসটি। প্রায় ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে একাধিক যাত্রী আটকে থাকার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, এর আগে প্রচণ্ড বৃষ্টির জেরে মৃত্যুর খবর এসেছিল। এবারও ঘটল সেই একই ঘটনা।

পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে একজন নাবালিকা রয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযানে পনেরো জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাস্থলের একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, একাধিক জেসিবি মেশিন মাটি ও পাথর সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকর্মীদের সঙ্গে সহযোগিতা করছেন। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বাসের একটি ভাঙা অংশ। আর তার উপর দিয়ে বইছে পাথর-মাটি-কাদার স্তূপ। যা রীতিমতো শিউরে ওঠার মতো।

স্থানীয় সূত্রে খবর, বাসটি মারোটান–কালাউল রুটে চলছিল। সেই সময় হঠাৎই পাহাড়ের একাংশ ধসে পড়ে বাসটির ওপর। মুহূর্তের মধ্যে বাসটি একেবারে দুমড়ে মুচড়ে মাটি ও পাথরের স্তূপের সঙ্গে মিশে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আসে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধার অভিযান রাতভর চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজে বাধা তৈরি হচ্ছে বলেও জানা গেছে।

ইতিমধ্যেই এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী দফতর (PMO) পক্ষ থেকে এক্স (X)-এ পোস্ট করে জানানো হয়েছে, “হিমাচল প্রদেশের বিলাসপুরে দুর্ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল (PMNRF) থেকে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, টানা বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা বাড়ছে। সতর্কতার জন্য আশপাশের অঞ্চলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।