AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vladimir Putin: মস্কো থেকে দিল্লিতে উড়ে এল ‘চলমান দুর্গ’, পুতিনের নিরাপত্তায় স্নাইপার থেকে ড্রোন, যা যা থাকছে…

Vladimir Putin Security: রুশ প্রেসিডেন্ট যে রুট দিয়ে যাতায়াত করবেন, সেখানে তন্নতন্ন করে তল্লাশি চালাবে দিল্লি পুলিশ ও এনএসজি। থাকবে স্পেশালাইজড ড্রোন, যা সর্বক্ষণ পুতিনের কনভয়ের গতিবিধির উপরে নজর রাখবে। পুতিনের যাতায়াতেরর রুটে থাকবে স্নাইপাররা। বসানো হয়েছে জ্যামার।

Vladimir Putin: মস্কো থেকে দিল্লিতে উড়ে এল 'চলমান দুর্গ', পুতিনের নিরাপত্তায় স্নাইপার থেকে ড্রোন, যা যা থাকছে...
পুতিনের বিশেষ গাড়ি।Image Credit: PTI
| Updated on: Dec 03, 2025 | 4:20 PM
Share

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র আমন্ত্রণে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাঁর নিরাপত্তা নিয়ে কড়া ব্যবস্থা। কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে পুতিনের জন্য, জানলে চোখ কপালে উঠবে। জানা গিয়েছে, পুতিনকে নিরাপত্তা দিতে আসছেন রাশিয়ার প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিসের প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তারক্ষীরা। থাকবে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি (NSG)।

আগামিকাল, বৃহস্পতিবার বিকেলে নয়া দিল্লিতে এসে পৌঁছবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজ করবেন। পরের দিন, শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাঁর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়ালেও যাবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এরপরে হায়দরাবাদ হাউসে সামিটে যোগ দেবেন। ভারত মণ্ডপমে অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। শেষে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ব্যাঙ্কোয়েটেও অংশ নেবেন।

সূত্রের খবর, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুরক্ষার জন্য আগে থেকেই রাশিয়া থেকে দিল্লিতে এসে পৌঁছেছে চার ডজন বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী। পুতিনের নিরাপত্তার জন্য পাঁচ স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্টের সিকিউরিটি সার্ভিসের সদস্যরা যেমন থাকবে, তেমনই এনএসজি, স্নাইপার, ড্রোন, জ্যামারও থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যেও নজরদারি চালানো হবে।

রুশ প্রেসিডেন্ট যে রুট দিয়ে যাতায়াত করবেন, সেখানে তন্নতন্ন করে তল্লাশি চালাবে দিল্লি পুলিশ ও এনএসজি। থাকবে স্পেশালাইজড ড্রোন, যা সর্বক্ষণ পুতিনের কনভয়ের গতিবিধির উপরে নজর রাখবে। পুতিনের যাতায়াতেরর রুটে থাকবে স্নাইপাররা। বসানো হয়েছে জ্যামার। এআই দিয়ে নজরদারি করা হবে। ফেসিয়াল রেকগনিশন ক্যামেরাও বসানো হয়েছে। পুতিন ভারতে অবতরণ করতেই এই নিরাপত্তা বলয় সক্রিয় করা হবে। সর্বক্ষণ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখা হবে।

সূত্রের আরও খবর, দিল্লি পুলিশ ও এনএসজি নিরাপত্তা বলয়ের বাইরের অংশে থাকবে। পুতিনের নিজস্ব নিরাপত্তারক্ষীরা অভ্যন্তরীণ স্তরে থাকবে। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে রুশ প্রেসিডেন্টের, তখন স্পেশাল প্রোকেটশন গ্রুপ বা এসপিজি-ও নিরাপত্তা বলয়ে যোগ দেবে। পুতিন যে হোটেলে থাকবেন, তাও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

পুতিনের জন্য আসছে ওউরাস সেনাট (Aurus Senat)। সশস্ত্র লিম্যুজিন, যা রুশ প্রেসিডেন্ট চড়েন। রাশিয়া থেকে আগেভাগেই এই গাড়ি নয়া দিল্লিতে আসছে। এই গাড়িকে ‘ফোর্টেস অন হুইলস’ (fortress-on-wheels) বলা হয়। এই গাড়ি ভেদ করতে পারে না বুলেটও। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটের সময় এই গাড়িতে চড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।