Ayodhya Ram Temple: ২২ জানুয়ারি কারা প্রবেশ করতে পারবেন ‘রাম-নগরী’ অযোধ্যায়?

Ayodhya Ram Temple: সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণ প্রতিষ্ঠার সব প্রস্তুতি খতিয়ে দেখতে অযোধ্যায় পৌঁছেছিলেন। কর্মসূচি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেছেন তিনি।

Ayodhya Ram Temple: ২২ জানুয়ারি কারা প্রবেশ করতে পারবেন রাম-নগরী অযোধ্যায়?
অযোধ্যায় চলছে প্রস্তুতিImage Credit source: PTI

Dec 23, 2023 | 7:30 AM

নয়া দিল্লি: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি চলছে। আগামী ২২ জানুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধন করবেন। রাম মন্দির ট্রাস্ট ওই দিন প্রায় ৮ হাজার জনকে আমন্ত্রণ করা হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা। যার মধ্যে দেশের সব ভিভিআইপি-রা রয়েছেন। নিরাপত্তার কথা মাথায় রেখে ২২ জানুয়ারি অযোধ্যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং পুরো শহরকে কার্যত জল, স্থল ও আকাশপথে নিরাপত্তায় ঘিরে ফেলা হবে। পুরো রাম নগরী একটি দুর্ভেদ্য দুর্গে রূপান্তরিত হবে যেখানে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রাম লল্লার অভিষেক অনুষ্ঠানের সময় নিরাপত্তার বিষয়ে আধিকারিকদের কঠোর নির্দেশ দিয়েছেন। ২২ জানুয়ারি শুধুমাত্র যাঁরা আমন্ত্রণ পেয়েছেন তাঁরাই অযোধ্যায় প্রবেশ করতে পারবেন। সে ক্ষেত্রে ২২ জানুয়ারির জন্য যদি কারও অযোধ্যায় গেস্ট হাউস বা হোটেলে অগ্রিম বুকিং থাকে তবে সেই বুকিংও বাতিল করে ফেলা ভাল। ২২ জানুয়ারি বিমানবন্দরে শতাধিক বিমান অবতরণ করবে। এই সময়ের মধ্যে, ট্র্যাফিক রুটেও পরিবর্তন করা হবে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণ প্রতিষ্ঠার সব প্রস্তুতি খতিয়ে দেখতে অযোধ্যায় পৌঁছেছিলেন। কর্মসূচি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট করে দিয়েছেন যে ২২ জানুয়ারি রাম লল্লার অভিষেকের জন্য অযোধ্যায় আগত অতিথিদের নিরাপত্তা এবং সুবিধার জন্য বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই প্রবেশ করবেন।