
নয়াদিল্লি: বাড়ন্ত দূষণের ফলে এখন ঘরে ঘরে শ্বাসকষ্টের সমস্যা। প্লাস্টিকের অত্যাধিক ব্যবহার, বাড়ন্ত ধূমপান ও সর্বোপরি যানবাহনের ধোঁয়া তৈরি হওয়া মাত্রাতিরিক্ত দূষণ। সব মিলিয়ে দিনশেষে চাপ ফেলছে ফুসফুসে। তৈরি হচ্ছে শ্বাসকষ্টের মতো একাধিক রোগ। যা থেকে রক্ষা পাওয়ার পথ খুঁজে পাচ্ছে না কেউই।
এই সময়কালেই বিপ্লব ঘটাল পতঞ্জলি। মাইক্রপ্লাস্টিকের কারণে ফুসফুসে তৈরি হওয়া চাপকে রোখার পথ খুঁজে পেল তারা। আয়ুর্বেদিক চিকিৎসাতেই যে আরোগ্যের পথ, দেখিয়ে দিল পতঞ্জলির বিজ্ঞানীরা।
কী পাওয়া গিয়েছে নতুন গবেষণায়?
এই গবেষণায় দেখা গিয়েছে, পতঞ্জলির তৈরি করা ব্রঙ্কোম ফুসফুসে যে কোনও ধরনের সমস্যা থেকে রেহাই দিতে সক্ষম। এমনকি, মাইক্রো প্লাস্টিকের কারণে ফুসফুসে তৈরি হওয়া দূষণের চিহ্নগুলিকেও হ্রাস করতে পারবে।
এই প্রসঙ্গে আচার্য বালকৃষ্ণ বলেন, পতঞ্জলির লক্ষ্য হল আয়ুর্বেদকে বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করা ও বিশ্ববাসীর যে সকল স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে তার সমাধান প্রদান করা। তাঁর আরও দাবি, এই গবেষণা প্রমাণ করে যে চিরন্তন জ্ঞান ও লক্ষ্যবস্তু গবেষণা এবং প্রমাণ ভিত্তিক চিকিৎসার মাধ্যমে পরিবেশগত কারণগুলির দ্বারা সৃষ্ট রোগের সমাধান খুঁজে বের করা সম্ভব হবে।