Viral Video: ‘ভিতরে বাচ্চা রয়েছে’, আতঙ্কে চিৎকার মহিলার, দেখুন ভিডিয়ো

Aug 21, 2024 | 12:16 AM

Viral Video: ওই যুবক গাড়ির বনেটে চাপ দিয়ে ওয়াইপার ভেঙে ফেলে। এবং তা দিয়ে উইন্ডস্ক্রিনে আঘাত করে। আতঙ্কে চিৎকার করে উঠেন মহিলা। কান্নার আওয়াজ পাওয়া যায় শিশুরও।

Viral Video: ভিতরে বাচ্চা রয়েছে, আতঙ্কে চিৎকার মহিলার, দেখুন ভিডিয়ো
ওয়াইপার দিয়ে গাড়ির উইন্ডস্ক্রিনে আঘাত করে যুবক

Follow Us

বেঙ্গালুরু: গাড়ি আটকে চিৎকার করছেন এক যুবক। গাড়িচালককে দরজা খুলতে বলছেন। তারপর আচমকা ইট তুলে গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙার চেষ্টা করেন। ভিতরে আতঙ্কে চিৎকার করে ওঠেন এক মহিলা। কান্নার আওয়াজ পাওয়া যায় এক শিশুর। আর গাড়িচালক বলতে থাকেন, গাড়িতে বাচ্চা রয়েছে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।

সোমবার রাত সাড়ে দশটার সময় ডোড্ডাকান্নালির সরজাপুর রোডে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গাড়িটি ইন্ডিকেটর না জ্বালিয়ে বাঁ দিকে মোড় নেয়। এতেই রেগে যান ওই বাইকচালক যুবক। সেই ঘটনার ভিডিয়ো এক্স হ্যান্ডলে দিয়ে সাহায্যের জন্য বার্তা পাঠায় পূর্ব বেঙ্গালুরুর সিটিজেনস মুভমেন্ট।

এক্স হ্যান্ডলে তারা জানিয়েছে, ওই বাইকচালক একজন বাউন্সার। মদ্যপ অবস্থায় ছিলেন। ভিডিয়োতে দেখা যায়, গাড়ির দরজায় ধাক্কা মারছে ওই যুবক। দরজা খোলার জন্য বলছেন। তখন গাড়িচালক বলেন, ভিতরে বাচ্চা রয়েছে। দরজা না খোলায় একটা পাথর তুলে নেয় ওই যুবক।

সেইসময় গাড়িটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। তখন ওই যুবক গাড়ির বনেটে চাপ দিয়ে ওয়াইপার ভেঙে ফেলে। এবং তা দিয়ে উইন্ডস্ক্রিনে আঘাত করে। আতঙ্কে চিৎকার করে উঠেন মহিলা। কান্নার আওয়াজ পাওয়া যায় শিশুরও। সেইসময় নিরাপত্তারক্ষীরা ওই যুবককে থামানোর চেষ্টা করেন। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article