2002 Voter Roll List: ২০০২ এর ভোটার তালিকায় আপনার নামে আছে? SIR শুরুর আগেই দেখে নিন

SIR in Bengal: তবে এসআইআর যদি হয়, সেখানে একটা বড় ভূমিকা পালন করবে ২০০২ সালে ভোটার তালিকা। বিহারকে মডেল ধরে চললে বাংলাতেও শেষ এসআইআর নথিকেই ব্যবহার করতে পারে কমিশন। এবার প্রশ্ন, ২০০২ সালে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা জানবেন কীভাবে? কমিশনের সাইটেই রয়েছে উত্তর।

|

Oct 27, 2025 | 12:08 AM

কলকাতা: বাংলায় এখনও এসআইআর ঘোষণা হয়নি। তবে প্রস্তুতি বৈঠক, ম্যাপিংয়ের কাজ দেখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ভবিতব্য বলেই মনে করছেন একাংশ। কমিশনের হাবেভাবেও প্রকাশ পেয়েছে সেই সম্ভবনা। তবে এসআইআর যদি হয়, সেখানে একটা বড় ভূমিকা পালন করবে ২০০২ সালে ভোটার তালিকা। বিহারকে মডেল ধরে চললে বাংলাতেও শেষ এসআইআর নথিকেই ব্যবহার করতে পারে কমিশন। এবার প্রশ্ন, ২০০২ সালে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা জানবেন কীভাবে? কমিশনের সাইটেই রয়েছে উত্তর।

কীভাবে দেখবেন নিজের নাম?

নিজের ফোনটা হাতে তুলে নিন। এরপর সরাসরি চলে যান গুগলে। সেখানে গিয়েছে সার্চ করুন ‘2002 West Bengal Voter List’। যদি সার্চ করতে না চান ক্লিক করতে পারেন এই লিঙ্কেও ceowestbengal.nic.in/Roll_dist

এই লিঙ্কে ঢোকার পরেই আপনার সামনে ভেসে উঠবে একাধিক জেলা। আর সবার উপরে লেখা ‘২০০২ ভোটার তালিকা’। এবার যে কেউ নিজের নিজের জেলা, বিধানসভার ভিত্তিতে নিজের বা বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে খুঁজে নিতে পারেন। প্রথমে ক্লিক করতে নিজের জেলায়। সেটিতে ক্লিক করলে আপনার সামনে ভেসে উঠবে বিধানসভা কেন্দ্রগুলি। তারপর নিজের সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের উপর ক্লিক করলেন আপনি পৌঁছে যাবে ভোট কেন্দ্রের পেজে। অর্থাৎ যে বুথের আওতায়, আপনি নির্দিষ্ট স্কুলে গিয়ে ভোট দিয়েছেন।

 

সেই সেকশনে খুঁজে নিতে হবে আপনার ভোটকেন্দ্র। তারপর সেটির পাশে থাকা ‘ফাইনাল রোল’ বা চূড়ান্ত তালিকায় ক্লিক করলেন আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। আপনার সামনে ফুটে উঠবে ২০০২ সালের ভোটার তালিকা। যেখানে থাকতে পারে আপনার নাম, আপনার পরিবারের কোনও সদস্যের নাম, এমনকি আপনার প্রতিবেশির নামও।

কলকাতা: বাংলায় এখনও এসআইআর ঘোষণা হয়নি। তবে প্রস্তুতি বৈঠক, ম্যাপিংয়ের কাজ দেখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ভবিতব্য বলেই মনে করছেন একাংশ। কমিশনের হাবেভাবেও প্রকাশ পেয়েছে সেই সম্ভবনা। তবে এসআইআর যদি হয়, সেখানে একটা বড় ভূমিকা পালন করবে ২০০২ সালে ভোটার তালিকা। বিহারকে মডেল ধরে চললে বাংলাতেও শেষ এসআইআর নথিকেই ব্যবহার করতে পারে কমিশন। এবার প্রশ্ন, ২০০২ সালে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা জানবেন কীভাবে? কমিশনের সাইটেই রয়েছে উত্তর।

কীভাবে দেখবেন নিজের নাম?

নিজের ফোনটা হাতে তুলে নিন। এরপর সরাসরি চলে যান গুগলে। সেখানে গিয়েছে সার্চ করুন ‘2002 West Bengal Voter List’। যদি সার্চ করতে না চান ক্লিক করতে পারেন এই লিঙ্কেও ceowestbengal.nic.in/Roll_dist

এই লিঙ্কে ঢোকার পরেই আপনার সামনে ভেসে উঠবে একাধিক জেলা। আর সবার উপরে লেখা ‘২০০২ ভোটার তালিকা’। এবার যে কেউ নিজের নিজের জেলা, বিধানসভার ভিত্তিতে নিজের বা বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে খুঁজে নিতে পারেন। প্রথমে ক্লিক করতে নিজের জেলায়। সেটিতে ক্লিক করলে আপনার সামনে ভেসে উঠবে বিধানসভা কেন্দ্রগুলি। তারপর নিজের সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের উপর ক্লিক করলেন আপনি পৌঁছে যাবে ভোট কেন্দ্রের পেজে। অর্থাৎ যে বুথের আওতায়, আপনি নির্দিষ্ট স্কুলে গিয়ে ভোট দিয়েছেন।

 

সেই সেকশনে খুঁজে নিতে হবে আপনার ভোটকেন্দ্র। তারপর সেটির পাশে থাকা ‘ফাইনাল রোল’ বা চূড়ান্ত তালিকায় ক্লিক করলেন আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। আপনার সামনে ফুটে উঠবে ২০০২ সালের ভোটার তালিকা। যেখানে থাকতে পারে আপনার নাম, আপনার পরিবারের কোনও সদস্যের নাম, এমনকি আপনার প্রতিবেশির নামও।