দেশজুড়ে বনধের প্রভাব, আজই সন্ধ্যায় কৃষকদের সঙ্গে বৈঠক শাহর

সায়নী জোয়ারদার | Edited By: সোমনাথ মিত্র

Dec 19, 2020 | 12:24 PM

সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় চলছে অবস্থান-বিক্ষোভ, ট্রেন অবরোধ।

দেশজুড়ে বনধের প্রভাব, আজই সন্ধ্যায় কৃষকদের সঙ্গে বৈঠক শাহর
যাদবপুরে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়াচ্ছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

Follow Us

নয়া দিল্লি: কৃষি আইনের (Farm Laws) প্রতিবাদে মঙ্গলবার ভারত বনধ (Bharat Bandh)-এর ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি। দিনভর মিছিল, বিক্ষোভ, ধরনা, রেল রোকো-একাধিক কর্মসূচি নিয়ে কৃষকদের এই বনধে পাশে দাঁড়াল গোটা দেশ। বুধবার ষষ্ঠবারের জন্য কৃষকদের সঙ্গে বৈঠকে বসার কথা কেন্দ্রের। তার আগে মঙ্গলবারই সন্ধ্যায় কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত বনধের দিনই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক যে অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে গোটা দেশ। আগেই কৃষকরা জানিয়েছিলেন, কোনও জোর জুলুমে তাঁরা যাবেন না। হিংসার তেমন কোনও ঘটনা এদিন বিকেল পর্যন্ত নজরে আসেনি। দু’ একটি গোলমালের ঘটনা ঘটলেও তার সঙ্গে রাজনৈতিক দলের নাম জড়িয়েছে। কৃষকরা কোনওরকম জোর করেছেন এমন খবর আসেনি। গত ১৩ দিন ধরে দিল্লির বিভিন্ন সীমানায় কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন করছেন অন্নদাতারা। পাঁচ দফায় কেন্দ্রের সঙ্গে তাঁদের প্রতিনিধিরা বৈঠক করলেও মেলেনি সমাধান সূত্র। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ-স্বর চড়ছে।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 Dec 2020 05:31 PM (IST)

    আজই কৃষক-প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অমিত শাহ

    বনধের আবহেই কৃষকদের সঙ্গে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কৃষক-প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কৃষক নেতা রাকেশ টিকাইট বলেন, “আমি ফোন কল পেয়েছি। অমিত শাহ বৈঠক ডেকেছেন। ৭টায় বৈঠক হবে।” বুধবার ষষ্ঠবারের জন্য কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে বসার কথা কেন্দ্রের। তার আগে এদিনের বনধ ও পরবর্তীতে অমিত শাহর ডাকা বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

  • 08 Dec 2020 05:03 PM (IST)

    কৃষি আইনের প্রতিবাদে মিছিল সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর

    কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারে মিছিল তৃণমূলের। মিছিলে হাঁটেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মণ্টুরাম পাখিরা-সহ নেতৃত্বরা।


  • 08 Dec 2020 03:58 PM (IST)

    বনধ ঘিরে হাতাহাতি বিজেপি-কংগ্রেসের

    কৃষকদের ডাকা বনধ ঘিরে হাতাহাতি বিজেপি ও কংগ্রেসের মধ্যে। রাজস্থানের জয়পুরে বিজেপি অফিসের সামনে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি ঘিরেই ঝামেলায় জড়ায় দুই পক্ষ।

  • 08 Dec 2020 03:50 PM (IST)

    অ্যাম্বুলেন্স বেরোনোর পথ করে দিলেন বনধ সমর্থনকারীরাই

    হরিয়ানায় অম্বালা-হিসার হাইওয়েতে চলছিল কৃষি আইন বিরোধী আন্দোলন। হাজির হয় একটি অ্যাম্বুলেন্স। অবস্থানকারীরাই রাস্তা ফাঁকা করে বেরোনোর পথ করে দেন অ্যাম্বুলেন্সটিকে।

  • 08 Dec 2020 03:42 PM (IST)

    কৃষি আইনের প্রতিবাদে মালদহে মিছিল অধীরের

    কৃষি আইনের প্রতিবাদে মহা মিছিল মালদহে। মিছিলে হাঁটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

  • 08 Dec 2020 03:22 PM (IST)

    গোঘাটে তৃণমূলের প্রতিবাদ

    হুগলির গোঘাটে কৃষি আইন বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস। গোঘাট থানাগোড়া সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীরা বিভিন্ন কেন্দ্র জনবিরোধী নীতির বিরুদ্ধে গলায় পোস্টার ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ করেন।

  • 08 Dec 2020 03:17 PM (IST)

    বনধ সমর্থন ঘিরে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় সপা সমর্থকদের

    কৃষক বনধকে সমর্থন করতে গিয়ে উত্তর প্রদেশে পুলিসের সঙ্গে হাতাহাতিতে জড়ান সমাজবাদী পার্টির কর্মীরা। গোরক্ষপুর, বস্তি, বাহরাইচ, চন্দৌলি, সোনভদ্র, এটাওয়াহর মতো একাধিক জেলায় পুলিসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সপার সমর্থকরা। দলের বর্ষীয়ান নেতা অরবিন্দ সিং গোপ জানান, তাঁকে বারাবাঁকিতে গৃহবন্দি (House Arrest) করে রাখা হয়েছে।

  • 08 Dec 2020 03:09 PM (IST)

    চন্দ্রশেখর আজাদকে আটকাল যোগীর পুলিস

    ভিম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে আটক করল উত্তর প্রদেশ পুলিস। এদিন কৃষকদের আন্দোলনে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

  • 08 Dec 2020 03:04 PM (IST)

    কৃষকদের বনধে শামিল আইনজীবীরাও

    তিস হাজারি জেলা আদালতের অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়ন (দিল্লি)ও শামিল ভারত বনধে। এই আইন কৃষকদের জন্যও ভাল নয়, আইনজীবীদের জন্যও ভাল নয়, বক্তব্য বার অ্যাসোসিয়েশনের।

  • 08 Dec 2020 02:15 PM (IST)

    সবজি, গরু নিয়ে প্রতিবাদ বেঙ্গালুরুতে

    বেঙ্গালুরুর টাউন হলের সামনে প্রতিবাদে বিভিন্ন সংগঠন। সবজি হাতে, গরু নিয়ে কৃষি-আইন বিরোধী প্রতিবাদে সামিল বিক্ষোভকারীরা।

  • 08 Dec 2020 02:10 PM (IST)

    বনধের সমর্থনে আসানসোলে মিছিল CITUর

    বনধের সমর্থনে আসানসোলে মিছিল CITUর।

  • 08 Dec 2020 01:01 PM (IST)

    ‘দুয়ারে সরকার, ঘরে ঘরে বেকার’, বনধের সমর্থনে মিছিল থেকে কটাক্ষ বিমানের

    বনধের সমর্থনে এন্টালি মার্কেট থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল করেন বামেরা। মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সূর্যকান্ত মিশ্র। মিছিল থেকে কৃষি আইন বাতিলের দাবি তোলা হয়। রাজাবাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বামেরা।

    এদিন মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব হন বিমান বসু। বলেন, ” সরকারের মুখে এক কথা, কাজ আরেক।” ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে কটাক্ষ করে বলেন, “দুয়ারে সরকার আর ঘরে ঘরে বেকার।” এদিনের বনধ সর্বাত্মকভাবে সফল বলে দাবি করেন বিমান বসু।

  • 08 Dec 2020 12:47 PM (IST)

    ভারত বনধে ব্যাহত রাজ্যের শিয়ালদা-হাওড়া শাখার ট্রেন চলাচল

    ভারত বনধে রাজ্যে বিভিন্ন শাখায় ব্যাহত ট্রেন চলাচল। শিয়ালদহ ডিভিশনে মোট ২৬টা ট্রেন বাতিল। অশোকনগর, দমদম ক্যান্টনমেন্ট, দুর্গানগর, বারাকপুর-সহ বিভিন্ন জায়গায় অবরোধ চলছে। শিয়ালদা দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর, ক্যানিং , যাদবপুর-সহ বিভিন্ন জায়গায় রেলের চাকা দীর্ঘক্ষণ স্তব্ধ ছিল।

    হাওড়া শাখায় ৪ টি ট্রেন বাতিল। বালি , শক্তিগর স্টেশনে প্রায় একঘণ্টা অবরোধ চলে।

    দক্ষিণপূর্ব শাখায় একজোড়া পাশকুড়া লোকাল বাতিল হয়েছে বাকি সব দেরিতে চললেও বাতিল হয়নি। ডোমজুড়, উলুবেড়িয়া, সাঁতরাগাছিতে এক ঘণ্টার বেশি অবরোধ চলে। ব্যাহত হয় পরিষেবা।

  • 08 Dec 2020 10:39 AM (IST)

    যাদবপুরে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়

    যাদবপুরে পথে নেমে প্রতিবাদ বামেদের। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে এদিন স্লোগান ওঠে রাজপথে। পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা। নেতৃত্বে সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

  • 08 Dec 2020 10:30 AM (IST)

    যাদবপুরে রেল অবরোধ বামেদের

    দেশের প্রায় সবক’টি বিরোধী দলই এদিনের বনধকে সমর্থন জানিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোমবার মেদিনীপুরের সভা থেকে ঘোষণা করেছেন, কৃষক আন্দোলনে তাঁর দল তৃণমূল সর্বতভাবে পাশে আছে। এদিন ব্লকে ব্লকে ধরনার ডাক দিয়েছেন তিনি। রাজ্যে বাম, কংগ্রেসেরও একাধিক কর্মসূচি রয়েছে।

  • 08 Dec 2020 10:23 AM (IST)

    ‘হৃদয় বলে কিছু থাকলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কৃষকদের সঙ্গে কথা বলুন’

    প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর যদি হৃদয় বলে কিছু থেকে থাকে তাহলে যান, কৃষকদের সঙ্গে গিয়ে কথা বলুন। এটা কোনও রাজনৈতিক বনধ হচ্ছে না। আমাদের কর্তব্য একজোট হয়ে কৃষকদের পাশে দাঁড়ানো। দাবি শিবসেনা নেতা সঞ্জয় রাউতের।

  • 08 Dec 2020 10:11 AM (IST)

    রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আরজেডির

    কেন্দ্রের কৃষক আইনের প্রতিবাদে বিহারের রাস্তায় টায়ার পুড়িয়ে প্রতিবাদ রাষ্ট্রীয় জনতা দলের।

  • 08 Dec 2020 10:00 AM (IST)

    ভুবনেশ্বরে রেল রোকো বামেদের

    সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় চলছে অবস্থান-বিক্ষোভ, রেল রোকো কর্মসূচি। অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় বামেদের কৃষক সংগঠনগুলি অবস্থান করছে। ওড়িশায় ভুবনেশ্বর রেল স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখাচ্ছেন সমর্থকরা। মহারাষ্ট্রের মালকাপুরেও ‘ভারত বনধ রেল রোকো’ কর্মসূচি চলে। যদিও পুলিসের হস্তক্ষেপে পরে তা উঠে যায়।

  • 08 Dec 2020 09:57 AM (IST)

    অন্যান্য দিনের তুলনায় শিয়ালদহে ভিড় কিছুটা কম

    অন্যান্য দিনের তুলনায় শিয়ালদহে ভিড় কিছুটা হালকা।

  • 08 Dec 2020 09:35 AM (IST)

    ডায়মন্ড হারবার সেকশনে ট্রেন চলাচল ব্যহত

    সকাল ৮টা নাগাদ ডায়মন্ড হারবার সেকশনে ওভার হেডের তারে কলাপাতা ফেলে বিক্ষোভ দেখান বনধ সমর্থনকারীরা। ব্যহত হয় ট্রেন চলাচল। পরে টাওয়ার ভ্যান এনে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। শিয়ালদহের অন্যান্য শাখার ট্রেন চলাচল স্বাভাবিক। হাওড়া, আসানসোল ও মালদহ ডিভিশনেও ট্রেন স্বাভাবিকই চলছে।

  • 08 Dec 2020 09:32 AM (IST)

    বনধ হবে শান্তিপূর্ণ, জানালেন কৃষক নেতা টিকাইত

    “আমাদের আন্দোলন শান্তিপূর্ণ হবে। বনধে কেউ যদি ২-৩ ঘণ্টা আটকে থাকেন আমরাই, জল, ফল দেব।” জানালেন ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত