AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনাকে হারিয়ে ৮৫ দিন পর জীবনযুদ্ধে কামব্যাক ভরতের

ভরত পাঞ্চালের মতো হাসপাতালে ৮৫ দিন থাকার মতো ঘটনা চিকিৎসকদেরও (Doctors) জানা নেই। ভরতের কাছে হেরে গেল মারণ ভাইরাস।

করোনাকে হারিয়ে ৮৫ দিন পর জীবনযুদ্ধে কামব্যাক ভরতের
ছবি: টুইটার
| Edited By: | Updated on: Jul 07, 2021 | 4:19 PM
Share

মুম্বই: বাঁচার কথাই ছিল না তবু ফিরে এল কোভিড (Covid-19) রোগী। নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল মুম্বই। করোনার সঙ্গে ৮৫ দিন যুদ্ধ চালিয়ে অবশেষে বাড়ি ফিরলেন রোগী। গত ৮৫ দিন ধরে খুবই ভুগতে হয়েছে তাঁকে। কিন্তু হাল ছেড়ে দেননি তিনি। রোগীর নাম ভরত পাঞ্চাল (Bharat Panchal)। করোনার পাশাপাশি একাধিক রোগ হয়েছিল তার।

শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যায়। এরপর তিনি আবার ব্ল্যাক ফাঙ্গাসেও আক্রান্ত হন। পরিবারের লোকজন ভেবেছিল এবার বোধ হয় আর রেহাই পাওয়া যাবে না। শরীরের অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে। কিন্তু হিরানন্দানি হাসপাতালের চিকিৎসকরা সমস্ত চেষ্টা চালিয়ে যান তাকে সুস্থ করার জন্য।

জানা গিয়েছে, প্রায় ৭০ দিন টানা ভেন্টিলেশনে রাখা হয়েছিল ভরত পাঞ্চালকে। ধীরে ধীরে তিনি শেষমেশ সুস্থ হয়ে ওঠেন। ভরত পাঞ্চালের বয়স ৫৪ বছর। তার সুস্থতায় চিকিৎসকরা জানিয়েছেন, যেন অসাধ্য সাধন হয়েছে। বাঁচার আশা না ছেড়ে জীবনযুদ্ধ চালিয়ে গিয়েছিল ভরত। অবশেষে সেই যুদ্ধজয়। পরিবারের লোকজনও বলছেন, অবিশ্বাস্য লড়াই।

করোনায় আক্রান্ত হয়েছেন বহু মানুষ। কেউ জীবনযুদ্ধে হার মেনেছেন। কেউ আবার কঠিন লড়াই চালিয়ে ফিরে এসেছেন। তবে ভরত পাঞ্চালের মতো হাসপাতালে ৮৫ দিন থাকার মতো ঘটনা চিকিৎসকদেরও জানা নেই। ভরতের কাছে হেরে গেল মারণ ভাইরাস। এই যুদ্ধের জন্য তাকে কুর্নিশ জানিয়েছে বহু মানুষ।

আরও পড়ুন: বউয়ের হাত থেকে বাঁচতে ‘হাতিয়ার’ জাল করোনা রিপোর্ট