Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নীতা অম্বানী অতিথি অধ্যাপক হওয়ার প্রস্তাবে বিক্ষোভ পড়ুয়াদের

মঙ্গলবার ৪০ জন পড়ুয়ার একটি দল উপাচার্য রাকেশ ভটনাগরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং একটি স্মারকলিপি জমা করেন।

নীতা অম্বানী অতিথি অধ্যাপক হওয়ার প্রস্তাবে বিক্ষোভ পড়ুয়াদের
পড়ুয়াদের বিক্ষোভ
Follow Us:
| Updated on: Mar 17, 2021 | 12:41 PM

বারাণসী: বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে (BHU) নীতা অম্বানীর (Nita Ambani) অতিথি অধ্যাপক হওয়া নিয়ে তুমুল হইচই। যার আঁচ গিয়ে পড়ল উপাচার্যের বাড়ির সামনেও। নীতা অম্বানীর উপাচার্য হওয়ার প্রস্তাবের বিরোধিতা করে উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখান বেনারস হিন্দু ইউনিভার্সিটির বেশ কয়েকজন পড়ুয়া। তাঁদের অভিযোগ, নীতা অম্বানীকে অতিথি অধ্যাপক হওয়ার প্রস্তাব দিয়ে ‘ভুল নজির’ সৃষ্টি করছে বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার ৪০ জন পড়ুয়ার একটি দল উপাচার্য রাকেশ ভটনাগরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং একটি স্মারকলিপি জমা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে বিশ্ব বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে রিলায়্যান্স ফাউন্ডেশনের এগজ়িকিউটিভ ডিরেক্টর নীতা অম্বানীকে বিএইচইউর অতিথি অধ্যাপক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ বিষয়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান কৌশল কিশোর শর্মা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গবেষণামূলক কাজ করে বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, “আমরা রিলায়্যান্স ফাউন্ডেশনকে চিঠি পাঠিয়ে নীতা অম্বানীকে মহিলা শিক্ষা বিভাগে অতিথি অধ্যাপক হিসেবে আসার প্রস্তাব দিয়েছিলাম। আমরা নীতা অম্বানীকে ডেকেছি কারণ, রিলায়্যান্স নারীর ক্ষমতায়নে অনেক কাজ করেছে।”

পাশাপাশি বিশ্ববিদ্যালয় সূত্রে এ-ও জানা গিয়েছে, শুধু নীতা অম্বানীকে প্রস্তাব পাঠালেও আরও দু’টি নাম বিবেচনা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরও দু’জন অতিথি অধ্য়াপক হিসেবে আসার কথা আছে শিল্পপতি গৌতম আদানীর স্ত্রী প্রীতি আদানী ও লক্ষ্মী মিত্তলের স্ত্রী উষা মিত্তলের। তবে পড়ুয়ারা নীতা অম্বানীর কাছে এই প্রস্তাব যাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। আন্দোলনকারীদের একাংশের মত, যদি নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ নিয়ে কথা হয়, তাহলে অতিথি অধ্যাপক হিসেবে ডাকা হোক অরুনিমা সিনহা, মেরি কম, কিরণ বেদিদের। তাঁদের মতে, ‘শিল্পপতিদের স্ত্রী হলেই আইকন হওয়া যায় না।’

বিক্ষোভ চলাকালীন এক অধ্যাপক পড়ুয়াদের সঙ্গে দেখা করতে যান। তাঁর অবশ্য দাবি, নীতা অম্বানীকে না জানিয়েই তাঁকে অতিথি অধ্যাপক হিসেবে বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয়। একই কথা জানিয়েছে রিলায়্যান্স সংস্থাও। সংবাদ সংস্থা এএনআইকে রিলায়্যান্সের এক মুখপাত্র জানিয়েছেন, নীতা অম্বানীর অতিথি অধ্যাপক হওয়ার কথা মিথ্যে। তিনি এখনও কোনও প্রস্তাব পাননি।

আরও পড়ুন: অম্বানীকাণ্ডে নয়া মোড়, কালো মার্সিডিজ় থেকে উদ্ধার নম্বরপ্লেট, লক্ষাধিক টাকা