
নয়াদিল্লি: এবার থেকে পিএফ-এ জমানো ১০০ শতাংশ টাকাই তুলতে পারবেন সদস্যরা। সোমবার অছি পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাশাপাশি, ইপিএফও বা এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সংক্রান্ত নানা পরিষেবাকে আরও আধুনিক ও সরলীকরণ করার বিষয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এদিন কেন্দ্রীয় শ্রম, যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীয়র সভাপতিত্বে বসেছিল সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্ট-র ২৩৮ তম সভা। সেখানেই ইপিএফ-র ‘উদারীকরণ’-সহ টাকা তোলার প্রক্রিয়াকে সরল করা, বিশ্বাস প্রকল্পের ঘোষণা, ইপিএফ ৩.০ – কার্যকর করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। নয়াদিল্লি সূত্রে খবর, আংশিক টাকা তোলার জন্য থাকা ১৩টি পুরনো নিয়মকেও একত্র করে একটিই নিয়ম ধার্য করা হয়েছে। যার মাধ্যমে দরকারে-অদরকারে ইপিএফও সদস্যরা নিজেদের টাকা তুলতে পারবেন।
এছাড়াও আরও এক গুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে অছি পরিষদের ওই বৈঠকে। বলে রাখা প্রয়োজন, এই ১০০ শতাংশ টাকা তুলতে পারার ক্ষমতা প্রদান মানেই যে কেউ নিজের পিএফ অ্যাকাউন্ট একেবারে ফাঁকা করে দিতে পারবেন, এমনটা মোটেই নয়। কেন্দ্রীয় শ্রমমন্ত্রক জানিয়েছে, সব সময়ের জন্য ন্যূনতম ২৫ শতাংশ অর্থ ইপিএফ অ্য়াকাউন্টে থাকতেই হবে। যাতে সুদ পেতে কোনও অসুবিধা না হয় সংশ্লিষ্ট গ্রাহকের।