
নয়াদিল্লি: হাতে আর দু’দিন। সময় ঘনিয়ে এসেছে বললেই চলে। ২৭ তারিখ পড়লেই ভারতের উপর চাপানো ট্রাম্প-ট্য়ারিফ হয়ে যাবে দ্বিগুণ। ২৫ শতাংশ থেকে এক লাফে ৫০ শতাংশ। আর তার আগে, আগামিকাল তড়িঘড়ি একটি বৈঠক করার কথা ভাবছে নয়াদিল্লি। এখনও সমঝোতা হয়নি, কিছু ‘লাল ফিতে’র কারণে হচ্ছেও না। তবে চেষ্টা থেমে থাকেনি।
সর্বভারতীয় সংবাদমাধ্য়ম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, ২৬ অগস্ট অর্থাৎ আগামিকালই দুই দেশের প্রধানমন্ত্রী দফতরের উচ্চ পদস্থ কর্তাদের মধ্য়ে একটি বৈঠক হতে চলেছে। যেখানে নয়াদিল্লির প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব। বর্তমানে প্রধানমন্ত্রীর দু’জন প্রধান সচিব রয়েছেন। একজন সদ্য নিযুক্ত শক্তিকান্ত দাস। অন্যজন, প্রমোদ কুমার মিশ্রা। তবে এই বৈঠকে কে উপস্থিত থাকবেন তা জানা সম্ভব হয়নি।
বুধবার থেকে আমেরিকায় প্রবেশ করা ভারতীয় পণ্য়ের উপর ৫০ শতাংশের শুল্কের বোঝা চাপাতে চলেছেন ট্রাম্প। যার জেরে ভারতীয় ব্যবসায়ীদের ভালই চাপে পড়তে হবে বলে মনে করছে নয়াদিল্লি। প্রভাব পড়বে দেশের জিডিপিতেও। তাই শেষবারের মতোই আরও একবার সব কিছু সমাধানেরই চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী, সমাধান সূত্র টানার জন্য় ইতিমধ্যেই ওয়াশিংটনে একটি ট্রাম্প-ঘনিষ্ঠ সংস্থাকে নিযুক্ত করেছে নয়াদিল্লি। জানা গিয়েছে, ‘মার্কুরি পাবলিক অ্যাফেয়ারস এলএলসি’ নামে ওই সংস্থা প্রতি মাসে ৭৫ হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ লক্ষ টাকার বিনিময়ে মার্কিন প্রশাসনের সঙ্গে ভারতীয় দূতাবাসের হয়ে সমঝোতা করার চেষ্টা করছে।