Bihar Election 2025 Phase 2 Voting Live: বিহারে দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬৭ শতাংশের বেশি, বুথফেরত সমীক্ষায় এগিয়ে এনডিএ

Bihar Assembly Elections Phase 2 Voting LIVE Updates: এই পর্যায়ে ভোটগ্রহণ চলবে ২০টি জেলার ১২২টি বিধানসভা কেন্দ্রজুড়ে। এই কেন্দ্রগুলিতে মোট প্রার্থীর সংখ্য়া ১ হাজার ৩০২টি। যার মধ্য়ে ১৩৬ জন মহিলা এবং একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন। বিহারে মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে এই ১২২টি কেন্দ্র ওই রাজ্যের উত্তর, পশ্চিম এবং মধ্য ভাগের মধ্য়ে বিস্তৃত। যার মোট ভোটারের সংখ্য়া সাড়ে তিন কোটিরও অধিক।

Bihar Election 2025 Phase 2 Voting Live: বিহারে দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬৭ শতাংশের বেশি, বুথফেরত সমীক্ষায় এগিয়ে এনডিএ
প্রশান্ত কিশোর Image Credit source: PTI

|

Nov 13, 2025 | 12:25 PM

পটনা: আজ বিহারে শেষ পর্যায়ের ভোটগ্রহণ। এই পর্যায়ে ভোটগ্রহণ হল ২০টি জেলার ১২২টি বিধানসভা কেন্দ্রজুড়ে। এই কেন্দ্রগুলিতে মোট প্রার্থীর সংখ্য়া ১ হাজার ৩০২টি। যার মধ্য়ে ১৩৬ জন মহিলা এবং একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন। বিহারে মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে এই ১২২টি কেন্দ্র ওই রাজ্যের উত্তর, পশ্চিম এবং মধ্য ভাগের মধ্য়ে বিস্তৃত। যার মোট ভোটারের সংখ্য়া সাড়ে তিন কোটিরও অধিক। পোলিং স্টেশন রয়েছে প্রায় ৪৬ হাজার।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 11 Nov 2025 10:04 PM (IST)

    বুথফেরত সমীক্ষায় এগিয়ে এনডিএ

    বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বিভিন্ন বুথফেরত সমীক্ষা সামনে আসে। দেখা যায়, প্রত্যেকটি বুথফেরত সমীক্ষায় এগিয়ে রয়েছে এনডিএ। অনেকটাই পিছনে মহাগঠবন্ধন। তবে বুথফেরত সমীক্ষা অনুযায়ী, খুব বেশি আসন পাবে না প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি।

    বিস্তারিত পড়ুন: বিহারে কারা গড়বে সরকার? বুথফেরত সমীক্ষা কী বলছে?

     

  • 11 Nov 2025 06:23 PM (IST)

    প্রথম দফার চেয়ে ভোটদানের হার বেশি দ্বিতীয় দফায়

    বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৭.১৪ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে কিষাণগঞ্জে। সেখানে ৭৬.২৬ শতাংশ ভোট পড়েছে। আর সবচেয়ে কম ভোট পড়েছে ওয়াদায়। সেখানে ভোট পড়েছে ৫৭.১১ শতাংশ। প্রথম দফার চেয়ে ইতিমধ্যে ভোটদানের হার ছাপিয়ে গিয়েছে। প্রথম দফায় ভোট পড়েছিল ৬৪.৬৬ শতাংশ।

  • 11 Nov 2025 04:32 PM (IST)

    বুথে বুথে লম্বা লাইন ভোটারদের

    প্রথম দফায় ৬৪.৬৬ শতাংশ ভোট পড়েছিল। আর বিহারে দ্বিতীয় দফার নির্বাচনে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬০.৪০ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে কিষাণগঞ্জে। সেখানে ৩টে পর্যন্ত ৬৬.১০ শতাংশ ভোট পড়েছে। আর সবচেয়ে কম ভোট পড়েছে নওয়াদায়। ৫৩.১৭ শতাংশ ভোট পড়েছে সেখানে। সবমিলিয়ে বুথে বুথে লম্বা লাইন দেখা গিয়েছে।

  • 11 Nov 2025 01:18 PM (IST)

    ভোট ‘বয়কটের’ ডাক পূর্ণিয়াতেও

    পূর্ণিয়ার কসবা বিধানসভা কেন্দ্র। সেখানেও ডাক পড়েছে ভোট বয়কটের। ওই এলাকার ৭নং ওয়ার্ডের প্রায় ১ হাজার জন ভোটার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা কোনও মতেই ভোট দিতে যাবেন না। স্লোগান তুলেছেন, ‘নো রোড, নো ভোট’।

  • 11 Nov 2025 01:15 PM (IST)

    রোহতাসের গ্রামে ভোট ‘বয়কট’

    রোহতাসে ভোট ‘বয়কটের’ ডাক। চেনারি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রোহতাসে জেলার ২০৪ নং বুথে এখনও পর্যন্ত পড়েনি একটাও ভোট। কিন্তু কেন ক্ষেপে গেলেন ভোটাররা? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত অফিস তৈরি নিয়েই সংঘাত। এলাকাবাসীরা জানিয়েছেন, কোনকি গ্রামে অফিস তৈরির কথা ছিল। কিন্তু তা হয়নি। বরং অন্য একটি গ্রামে পঞ্চায়েত অফিস তৈরি করে প্রশাসন। তাই ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই গ্রামের ভোটাররা।

  • 11 Nov 2025 12:36 PM (IST)

    ভোট দিলেন পিকে

    ভোট দিতে নিজের গ্রামের বাড়িতে গেলেন প্রশান্ত কিশোর। মঙ্গলবার কারগহার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোনার গ্রামের একটি পোলিং স্টেশনে গিয়ে ভোট দিলেন প্রাক্তন ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির প্রধান।

  • 11 Nov 2025 12:15 PM (IST)

    ১১টা পর্যন্ত ভোটের হার কেমন?

    তুলনামূলক শান্ত চূড়ান্ত পর্ব। বিহারের নির্বাচনের আজ শেষ দিন। নীতীশের ক্য়াবিনেটের ১২ মন্ত্রীর ভাগ্য নির্ভর করে রয়েছে এই মঙ্গলের ভোটেই। কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত বিহারে মোট ভোট পড়েছে ৩১.৩৮ শতাংশ। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে কিষানগঞ্জ বিধানসভা কেন্দ্র। সেখানে ভোটদানের হার ৩৪.৭৪ শতাংশ।

  • 11 Nov 2025 11:26 AM (IST)

    সাড়ে চার ঘণ্টায় শান্তিভঙ্গ

    সকাল সাতটায় শুরু হয়েছে বিহারের চূড়ান্ত দফার ভোটগ্রহণ পর্ব। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই হল শান্তিভঙ্গ। নওয়াদায় দেখা গেল সংঘর্ষের ছবি। জেলার পুলিশ সুপার অভিনব ধিমান জানিয়েছেন, ‘পোলিং স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। কয়েকটি দলের সমর্থক নিজেদের মধ্যে মারপিট করতে শুর করে। একটি সরকারি গাড়িও ভাঙচুর করেছে তাঁরা। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

  • 11 Nov 2025 10:44 AM (IST)

    বিহারের মানুষের কাছে ‘বদল আনার’ আর্জি পিকের

    বিহারের মানুষের কাছে ‘পরিবর্তনের’ আর্জি প্রশান্ত কিশোরের। তিনি এখন রাজনৈতিক কুশলীর কাজ ছেড়ে হয়েছে কারবারি। নেমেছে বিহারের নির্বাচনে। দিয়েছেন পরিবর্তনের বার্তা।

  • 11 Nov 2025 10:25 AM (IST)

    সকাল ৯টা পর্যন্ত ভোট ১৪ শতাংশ

    সকাল ৯টা পর্যন্ত মোট ভোট পড়েছে ১৪.৫৫ শতাংশ। মঙ্গলবার বিহার চূড়ান্ত দফার ভোটগ্রহণ পর্ব। নজরে ২০টিু জেলার ১২২টি কেন্দ্র। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে গয়ায়। কমিশন জানিয়েছে, ওই জেলায় শতাংশের নিরিখে মোট ভোট পড়েছে ১৫.৯৭ শতাংশ।
  • 11 Nov 2025 09:05 AM (IST)

    বিহারে ‘পিঙ্ক বুথ’

    বিহারের কাটিহার কেন্দ্রে তৈরি পিঙ্ক বুথ। মূলত নির্বাচনী ক্ষেত্রেও নারীশক্তি তুলে ধরতে এই উদ্য়োগ নিয়ে থাকে কমিশন। এই বুথের কাজে রয়েছে শুধুই মেয়েদের অবদান।

  • 11 Nov 2025 09:02 AM (IST)

    যুবদের কাছে আর্জি মোদীর

    দেশের যুবপ্রজন্মের কাছে আর্জি রাখলেন মোদী। মঙ্গলবার বিহারের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত পর্যায়। ভোট দেবেন সাড়ে তিন কোটির অধিক ভোটার। এই আবহেই নিজের সমাজমাধ্যমে মোদী লিখলেন, ‘বিহারের প্রতিটি ভোটারের কাছে আমার আর্জি তাঁরা যেন এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করেন। আর রাজ্যের যুব প্রজন্মের কাছে আমার বিশেষ আর্জি তাঁরা যেন শুধুই নিজে ভোট দিতে না যান, অন্যদেরও উৎসাহ জোগান।’

  • 11 Nov 2025 08:52 AM (IST)

    সকাল ৭টায় শুরু ভোটগ্রহণ

    বিহারে আজ চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ। নজরে ১২২টি কেন্দ্র। যার মধ্য়ে রয়েছে নীতীশের ক্য়াবিনেটের ১২ জন মন্ত্রীর কেন্দ্রগুলি। সুতরাং, মঙ্গলের চূড়ান্ত পর্যায়ে অনেকাংশে নির্ভর করে রয়েছে নীতীশ কুমারের ভবিষ্যৎও। এদিন সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।