Bihar Election Result: জেল থেকেই ২৮,০০০ ভোটে জয়ী বিহারের ‘বাহুবলি’

Bihar Election Result: ২০০৫-এ প্রথমবার জেডিইউ প্রার্থী হিসেবে ওই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। পরে ২০১০ সালেও তিনি জয়ী হন তবে দল ছেড়ে দেন আচমকাই। ওই বছর নির্দল প্রার্থী হিসেবে ওই কেন্দ্র থেকে লড়েন অনন্ত। সেবারও জিততে কোনও অসুবিধা হয়নি তাঁর।

Bihar Election Result: জেল থেকেই ২৮,০০০ ভোটে জয়ী বিহারের বাহুবলি

Nov 14, 2025 | 6:19 PM

পাটনা: জেলে থেকেও জয়। খুনের দায়ে অভিযুক্ত নেতার জয় আটকাতে পারলেন না বিরোধীরা। যখন বিহারে আসনে জয়ের পথে এনডিএ, তখন জেলে বসেও জয়ী হলেন জেডিইউ প্রার্থী অনন্ত সিং। বিহারের মোকামা কেন্দ্র থেকে ২৮,০০০ ভোটে জয়ী হয়েছেন তিনি। ‘জন সূরয পার্টি’র সমর্থককে খুনের অভিযোগে জেলে রয়েছেন অনন্ত সিং।

মোকামে কেন্দ্রে অনন্তের বিপক্ষে ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী বীনা দেবী। তিনি সূরযভান সিং-এর স্ত্রী। ‘বাহুবলি’ নেতা বলে পরিচিত অনন্ত সিং পরপর পাঁচবার মোকামা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। ২০০৫-এ প্রথমবার জেডিইউ প্রার্থী হিসেবে ওই কেন্দ্র থেকে জয়ী হন তিনি। পরে ২০১০ সালেও তিনি জয়ী হন তবে দল ছেড়ে দেন আচমকাই। ওই বছর নির্দল প্রার্থী হিসেবে ওই কেন্দ্র থেকে লড়েন অনন্ত। সেবারও জিততে কোনও অসুবিধা হয়নি তাঁর।

তবে অনন্ত সিং-এর বিরুদ্ধে শুধুমাত্র একটা খুনের মামলা নয়, রয়েছে অন্তত ২৮টি অপরাধের মামলা। অস্ত্র আইনেও দোষী সাব্যস্ত হন তিনি ২০২২ সালে। রাজনীতির ময়দানে নামেন অনন্তের স্ত্রীও। উপ নির্বাচনে প্রার্থী হয়ে এই মোকামা আসন থেকেই জেতেন তাঁর স্ত্রী নীলম দেবী।

গ্যাংস্টার তথা রাজনীতিক দুলার সিং যাদবের খুনের ঘটনায় গত ২ নভেম্বর অনন্ত সিং-কে গ্রেফতার করে পুলিশ। প্রশান্ত কিশোরের দল জেএসপি-র প্রার্থী প্রিয়দর্শী পীয়ুষের পক্ষে প্রচারে বেরিয়েছিলেন দুলার সিং যাদব। সেই সময় তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ।