YouTube দেখে সন্তান প্রসব করছিল ডাক্তার, মর্মান্তিক পরিণতি হল যুবতীর
Doctor Performing Operation: পরিবারের দাবি, ওই চিকিৎসক প্রসূতিকে দেখেই বলেন যে এখনই অস্ত্রোপচার করতে হবে। পরিবারের সম্মতি নিয়ে অস্ত্রোপচার শুরু করেন। কোনও দক্ষ চিকিৎসক বা সঠিক পরিকাঠামো ছিল না। ওই হাতুড়ে চিকিৎসক ইউটিউব দেখেই অস্ত্রোপচার শুরু করেন।

পটনা: সন্তান প্রসব করতে গিয়ে মৃত্য়ু প্রসৃতির। তবে পুরোটাই হল চিকিৎসকের গাফিলতিতে। তার কারণ চিকিৎসক অস্ত্রোপচার করছিলেন ইউটিউব দেখে। হাতুড়ে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হল প্রসূতি মহিলার। তবে সদ্যোজাত শিশু বেঁচে রয়েছে।
ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুর জেলায়। কাহালগাঁও নামক এলাকায় ওই প্রসূতি মহিলাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল প্রসব যন্ত্রণা উঠতে। সেখানেই একজন হাতুড়ে চিকিৎসক ছিলেন। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই মহিলা। তিনি মায়ের কাছেই ছিলেন এতদিন। তাঁর স্বামী শ্রমিক হিসাবে কাজ করেন।
পরিবারের দাবি, ওই চিকিৎসক প্রসূতিকে দেখেই বলেন যে এখনই অস্ত্রোপচার করতে হবে। পরিবারের সম্মতি নিয়ে অস্ত্রোপচার শুরু করেন। কোনও দক্ষ চিকিৎসক বা সঠিক পরিকাঠামো ছিল না। ওই হাতুড়ে চিকিৎসক ইউটিউব দেখেই অস্ত্রোপচার শুরু করেন। ওই হাতুড়ে চিকিৎসকের গাফিলতিতেই প্রসূতির অত্যাধিক রক্তপাত হয় এবং অস্ত্রোপচারের সময়ই প্রসূতির মৃত্যু হয়।
মহিলার মৃত্যুর পরও হাতুড়ে চিকিৎসক নিজের দোষ মানেননি। পরিবারকে জানানো হয় যে প্রসূতির অবস্থা খারাপ, তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাক। এরপরই তাঁরা ক্লিনিক বন্ধ করে পালিয়ে যায়।
প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যরা দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই প্রথম নয়, এর আগেও ওই ক্লিনিকে এমন ঘটনা ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ ও গ্রেফতারির দাবি জানিয়েছে। অবৈধ ক্লিনিক বন্ধ করার দাবি জানানো হয়েছে।
