Video: বিনা টিকিটে ট্রেনে, ‘শিক্ষা’ দিতে জুতো দিয়ে যাত্রীর মুখ মাড়িয়ে দিলেন টিকিট পরীক্ষক

Ticket Collector: ঢোলি রেলওয়ে স্টেশনের কাছে টিকিট পরীক্ষক সমস্ত যাত্রীর টিকিট যখন যাচাই করছিলেন, সেই সময় এক যাত্রী ধরা পড়েন যার কাছে টিকিট ছিল না। ট্রেনের উপরের বাঙ্কারে বসে থাকা ওই যাত্রীকে সিট থেকে নামানোর চেষ্টা করতেই টিকিট পরীক্ষকের সঙ্গে বচসা শুরু হয়ে যায়।

Video: বিনা টিকিটে ট্রেনে, 'শিক্ষা' দিতে জুতো দিয়ে যাত্রীর মুখ মাড়িয়ে দিলেন টিকিট পরীক্ষক
যাত্রীকে মারধর করছেন টিকিট পরীক্ষক।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 5:57 AM

পটনা: বিনা টিকিটে ট্রেনে চড়েছিলেন, হাতেনাতে ধরাও পড়ে গিয়েছিলেন টিকিট পরীক্ষকের কাছে। কিন্তু জরিমানা বদলে এমন শাস্তি মিলবে, তা কল্পনাও করতে পারেননি। টিকিট না কাটার জন্য ট্রেনের ভিতরেই যাত্রীকে বেধড়ক মারধর করলেন টিকিট পরীক্ষক (Ticket Collector)। আক্রান্ত ওই যাত্রী বাধা দেওয়ায় পরের স্টেশনেই ডাকা হয় টিকিট কালেক্টরকে। তিনিও এসে বচসা থামানোর বদলে ওই যাত্রীকেই মারধর করেন, এমনকী তাঁর মুখেও পা দিয়ে মাড়িয়ে দেন। আশেপাশের যাত্রীরা সেই ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে, তা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়ে যায়। রেল কর্তৃপক্ষের নজরে এই বিষয়টি আসতেই ওই দুই টিকিট কালেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) মুজাফ্ফরপুরে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ জানুয়ারি মুম্বই থেকে জয়নগরগামী ট্রেনে এই ঘটনাটি ঘটে। বিহারের ঢোলি রেলওয়ে স্টেশনের কাছে টিকিট পরীক্ষক সমস্ত যাত্রীর টিকিট যখন যাচাই করছিলেন, সেই সময় এক যাত্রী ধরা পড়েন যার কাছে টিকিট ছিল না। ট্রেনের উপরের বাঙ্কারে বসে থাকা ওই যাত্রীকে সিট থেকে নামানোর চেষ্টা করতেই টিকিট পরীক্ষকের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। পা ধরে টানাটানি করতেই ওই যাত্রী লাথি মারেন। এরপরই ধুন্ধুমার শুরু হয়ে যায়। ট্রেনের ভিতরে ওই যাত্রীকে মারধর  করতে শুরু করেন টিকিট পরীক্ষক।

পরের স্টেশনে দাঁড়াতেই আরেকজন টিকিট পরীক্ষকও ওঠেন। তাঁরা ওই যাত্রীকে টেনে মাটিতে নামান এবং বেধড়ক মারধর করেন। এক টিকিট পরীক্ষককে বুট জুতো দিয়ে ওই যাত্রীর মুখে মাড়িয়ে দিতেও দেখা যায়। পরে অন্য যাত্রীদের মধ্যস্থতায় ঝগড়া থামানো হয়।

রেলের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরই ওই দুই টিকিট পরীক্ষককে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে, রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।