Tej Pratap Expelled: যাদব পরিবারে যোগ-বিয়োগ, তেজস্বী-পুত্রকে অভিনন্দন জানালেন ত্যাজ্য লালু-পুত্র

Tej Pratap Expelled: বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীর সঙ্গে রাজশ্রীর বিয়ে হয় ২০২১ সালে। ২০২৩ সালের মার্চে কন্যাসন্তানের জন্ম দেন রাজশ্রী। এরপর মঙ্গলবার তেজস্বী-পত্নীর কোলে এল পুত্রসন্তান। নির্বাচনী আবহ তেজ-'হারানো' টাটকা ব্যথা পরিণত হল খুশির আমেজে।

Tej Pratap Expelled: যাদব পরিবারে যোগ-বিয়োগ, তেজস্বী-পুত্রকে অভিনন্দন জানালেন ত্যাজ্য লালু-পুত্র
বাঁদিকে তেজস্বী, ডানদিকে তেজ প্রতাপImage Credit source: PTI | X

|

May 27, 2025 | 3:03 PM

পটনা: নতুন জন এলেন। পুরনো জন গেলেন। বিহারের যাদব পরিবারে এক দিকে খুশির জোয়ার। অন্যদিকে, অন্ধকারে ঢাকা চাপা উত্তেজনা। রবিবার দল-পরিবার থেকে বহিষ্কৃত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব। এরপর ঠিক তার দু’দিন পর আজ অর্থাৎ মঙ্গলবার সেই যাদব পরিবারেই এল নতুন সদস্য। সকালবেলা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তেজস্বীর স্ত্রী রাজশ্রী।

উল্লেখ্য, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীর সঙ্গে রাজশ্রীর বিয়ে হয় ২০২১ সালে। ২০২৩ সালের মার্চে কন্যাসন্তানের জন্ম দেন রাজশ্রী। এরপর মঙ্গলবার তেজস্বী-পত্নীর কোলে এল পুত্রসন্তান। নির্বাচনী আবহ তেজ-‘হারানো’ টাটকা ব্যথা পরিণত হল খুশির আমেজে।

জানা গিয়েছে, গত ন’মাস ধরে কলকাতাতেই ছিলেন রাজশ্রী। এখানে হাসপাতালে চলছিল চিকিৎসা। মাঝে মধ্য়ে এসে দেখা করে যেতেন তেজস্বী। কিন্তু বিহার ছেড়ে কেন কলকাতাকেই নির্বাচন করল যাদব পরিবার? সূত্রের খবর, রাজশ্রীর চিকিৎসার দায়িত্বে যিনি ছিলেন, তার পরামর্শেই কলকাতার হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন রাজশ্রী।

তেজস্বীর পুত্র সন্তানের খবর পেয়েই নিজের সমাজমাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ত্যাজ্য হওয়া তেজ প্রতাপ। এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘নবজাতকের আগমনে আমি ভীষণ খুশি। ছোট ভাই তেজস্বী প্রসাদ যাদব ও রাজশ্রী যাদবকে আন্তরিক অভিনন্দন। আমার ভাইপোকে আমার আশীর্বাদ।’

ভাইপোর আগমনে তেজ খুশিতে আত্মহারা হলেও। পরিবার থেকে ত্যাজ্য দাদাকে নিয়ে মুখে কুলুপ আঁটেন তেজস্বী। এদিন তেজ প্রতাপকে দল ও পরিবার থেকে বহিষ্কার করা নিয়ে প্রশ্ন করলেন তিনি বলেন, ‘এটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত বিষয়। আমি তাঁর এই কাজকে সমর্থন করি বা না করি, সেটা বড় কথা নয়। প্রসঙ্গ হল দলের সর্বময় কর্তা তথা আমাদের বাবা লালু প্রসাদ যাদব যে সিদ্ধান্ত নিয়েছেন, তাই চূড়ান্ত হয়েছে। আজকের দিনে এর থেকে বেশি কিছু বলতে চাই না।’