Bill Gates: অমৃত-ভারতের পথে ভারত যেভাবে চলছে, তা গোটা বিশ্বের মঙ্গল হবে: বিল গেটস

Avra Chattopadhyay |

Mar 24, 2025 | 1:18 PM

Bill Gates: বৃহস্পতিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার পর্বে মাইক্রোসফ্টে কর্ণধার বলেন, 'যদি ভারত এই রকম ভাবে ২০৪৭ সালের অমৃত-ভারত পরিকল্পনার পথে চলতে থাকে, তবে তা শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বেরও মঙ্গল করবে।'

Bill Gates: অমৃত-ভারতের পথে ভারত যেভাবে চলছে, তা গোটা বিশ্বের মঙ্গল হবে: বিল গেটস
মাইক্রোসফ্টের কর্ণধার বিল গেটস
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: সম্প্রতি, ভারতে এসেছিলেন মাইক্রোসফ্টের কর্ণধার বিল গেটস। তিন বছরে এই নিয়ে টানা তিন বার এদেশে এলেন তিনি। আর এসেই ঘুরলেন সংসদ চত্বর। দেখা করলেন মন্ত্রী, সাংসদদের সঙ্গে। এমনকি, বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও।

মার্কিন শিল্পমহলে বরাবরই ভারতপন্থী বলেই পরিচিত বিল গেটস। বছর বছর ধরে এই দেশের সঙ্গে তার সম্পর্ক। এমনকি, নতুন বছরে ভারত সফরে এসে ভারত নিয়ে আবার প্রশংসায় পঞ্চমুখ হলেন গেটস। বললেন, ‘আমি যখনই ভারতে আসি, তখনই দেখি এখানকার স্বাস্থ্য, কৃষি এবং প্রযুক্তিতে বড় কোনও উন্নতি করে ফেলেছে সরকার।’

উল্লেখ্য, বৃহস্পতিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার পর্বে মাইক্রোসফ্টে কর্ণধার বলেন, ‘যদি ভারত এই রকম ভাবে ২০৪৭ সালের অমৃত-ভারত পরিকল্পনার পথে চলতে থাকে, তবে তা শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বেরও মঙ্গল করবে।’ তাঁর আরও দাবি, ‘বর্তমানে এটি থাকার জন্য সবথেকে ভাল জায়গা। এটি এমন একটি সময় যেখানে সুযোগ পাওয়ার সম্ভবনা অনেকটা বেশি।’

এরপরই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ টেনে বিল গেটস বলেন, ‘অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটলে বহু মানুষের চাকরি চলে যাবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরেই এমন একটা সমাজ তৈরি হবে, যেখানে আমরা খুব সহজেই শিক্ষা, স্বাস্থ্যের মতো সেবা পাব। তখন আজকের মতো সবাইকে এত কাজ করতে হবে না।’

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে গেটসের মুখে প্রশংসা শোনা গেলেও, এই নিয়ে আশঙ্কাও প্রকাশ করতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ‘যদি আমার হাতে গোটাটা নিয়ন্ত্রিত থাকত, তবে আমি এর গতি কিছুটা হলেও কমিয়ে আনতাম।’