দিল্লি: দু’মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে। তিহাড়ে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ঠিক তাঁর পাশের মহিলা সেলেই রয়েছেন মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। শনিবার ফের জেলেই দেখা বাবা ও মেয়ের। সূত্রের খবর, প্রায় কুড়ি মিনিট ধরে কথা বলেছেন দু’জনে। তবে এই প্রথম নয়, গত সপ্তাহের শনিবারও দেখা হয়েছিল বাবা-মেয়ের। সেই সময় কেষ্ট নিজেই সেকথা জানিয়েছিলেন।
সূত্রের খবর, আজ বাবা-মেয়ের দেখা হওয়ার পরই আবেগঘন হয়ে পড়েন অনুব্রত। মেয়ে কেমন রয়েছেন সেই বিষয়ও খোঁজ-খবর নেন তিনি। পাশাপাশি সুকন্য়াও বাবার শরীর কেমন রয়েছে তাও জানতে চেয়েছেন বলে খবর। এ দিকে, গত বৃহস্পতিবার (১৮ মে) জামিনের আবেদেন করেন অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণ রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেন তিনি। আগামী ২৩ মে এই আবেদনের শুনানি হবে।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা তিহাড় জেল। ৭ নম্বর সেলে রয়েছেন তিনি। ওই জেলেই,৬ নম্বর সেলে রয়েছে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও। বস্তুত, গরুপাচার মামলায় ইডি গ্রেফতার করার পর দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্ত অনুব্রতকে। কেষ্ট মণ্ডল বারবার বলেছেন তাঁর শরীর ভাল নেই। কয়েকদিন আগে আসানসোল আদালতে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার সময়ও ‘শরীর ঠিক নেই’বলে জানিয়েছিলেন দাপুটে তৃণমূল নেতা। সঙ্গে শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন তিনি।’ বস্তুত, বর্তমানে তিহাড় জেলের মেডিক্যাল ওয়ার্ডে রয়েছেন তিনি। তবে আসানসোল সংশোধনাগারে থাকার সময়ও তিনি বলেছিলেন শরীর অসুস্থ। সঙ্গে পাইলস ও ফিসচুলার সমস্যা রয়েছে। পাইলসের অস্ত্রোপচারও হয়েছিল এসএসকেএম-এ। ফলে মেডিক্যাল গ্রাউন্ডে আদৌ কেষ্ট জামিন পাবে কি না এখনই সেইটাই দেখার।