Child Daycare: উরুতে কামড়, মুখে ঘুঁষি! ডে-কেয়ার সেন্টারে এ কী চলছে দুধের শিশুর সঙ্গে?

Child Daycare: এরপরই আবাসনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ডে-কেয়ারের সিসিটিভি ফুটেজ দেখার আর্জি করেন দম্পতি। সেখানেই দেখা যায় চাঞ্চল্যকর ছবি।

Child Daycare: উরুতে কামড়, মুখে ঘুঁষি! ডে-কেয়ার সেন্টারে এ কী চলছে দুধের শিশুর সঙ্গে?
Image Credit source: X

|

Aug 11, 2025 | 12:39 PM

নয়ডা: ১৫ মাসের দুধের শিশু। তার সঙ্গেও এই আচরণ। কন্যা সন্তান ডে-কেয়ারের হাতে রেখে ভারী বিপদ ডেকে আনল বাবা-মা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ‘নির্যাতনের’ ছবি।

ঘটনা নয়ডার সেক্টর ১৩৭-এর। সেখানে ওই আবাসনে অন্দরেই ছিল ডে-কেয়ার ইউনিটটি। মূলত কর্মরত বাবা-মায়েরা তাদের সন্তানদের কাজে যাওয়ার সময় সেখানে তুলে দিত। তারপর বাড়ি ফেরার পথে তাদের নিয়ে চলে আসত। এবার সেই ডে-কেয়ারের পরিচারিকার হাতে নির্যাতনের শিকার ১৫ মাসের দুধের শিশু।

প্রথমে ওই শিশুর উরুর কাছে একটি দাগ দেখতে পান বাবা-মা। প্রথমে তারা ভাবেন কোনও কারণে এলার্জি হয়েছে। কিন্তু পরবর্তীতে সেই ডে-কেয়ারের এক শিক্ষিকাও তাদের ওই দাগের কথা বলেন। খটকা লাগে দম্পতির। সন্তানকে নিয়ে পৌঁছে যান চিকিৎসকের কাছে। প্রাথমিক ভাবে যাচাইয়ের পরে চিকিৎসক বলে দেন এটি কামড়ের দাগ। কিন্তু ওই টুকু দুধের শিশুকে কামড়াবে কে? এরপরই আবাসনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ডে-কেয়ারের সিসিটিভি ফুটেজ দেখার আর্জি করেন দম্পতি। সেখানেই দেখা যায় চাঞ্চল্যকর ছবি।

সেখানেই দেখা যায়, শিশুকে কামড়াচ্ছে ওই ডে-কেয়ারে কর্মরত এক পরিচারিকা। শুধুই কামড়ানোই নয়। তার মুখে ঘুষি মারা থেকে দেওয়ালে গিয়ে মাথা ঢুকে দেওয়া। কখনও বা কোল থেকে ফেলে দেওয়া। সন্তানের উপর এমন নির্যাতন হতে দেখে ভেঙে পড়েন বাবা-মা। সঙ্গে সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দাযের করেন তারা।

পুলিশ সূত্রে খবর, ওই শিশুটিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্ত পরিচারিকাকে ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে।