BJP Candidate List West Bengal Election 2021: শ্রাবন্তী-বৈশালীর হাতে বিজেপির টিকিট, এ বারও খালি হাত জটুর

ঋদ্ধীশ দত্ত |

Mar 18, 2021 | 8:49 PM

এ বারের তালিকায় আরও বেশ কয়েকজন সাংসদের নাম থাকছে। দীর্ঘ দিন বাদে মুকুল রায় নির্বাচনী যুদ্ধে নামছেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। 

BJP Candidate List West Bengal Election 2021: শ্রাবন্তী-বৈশালীর হাতে বিজেপির টিকিট, এ বারও খালি হাত জটুর
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গে আরও এক দফায় বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি (BJP)। রাজধানীর সদর দফতরে এ দিন সাংবাদিক বৈঠক করে ১৫৭ জন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিধানসভা ভোটের তৃতীয় ও চতুর্থ দফার ৭৫ টি আসনের মধ্যে ৬৩ টি আসনের প্রার্থী তালিকা গত রবিবার ঘোষণা করে বিজেপি। বুধবার আরও ৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা হয়। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গভীর রাত পর্যন্ত চলে এই বৈঠক। সূত্রের খবর, এ বারের তালিকায় আরও বেশ কয়েকজন সাংসদের নাম থাকছে। দীর্ঘ দিন বাদে নির্বাচনী যুদ্ধে নামছেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তালিকায় নাম রয়েছে সাংসদ জগন্নাথ সরকার-সহ রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, রাহুল সিনহার। যদিও ২৯৪ টি আসনে প্রার্থীদের নাম এখনও প্রকাশ্যে আনেনি বিজেপি। ১০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা বাকি রয়েছে।

বিজেপির পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা হচ্ছে। দেখুন কারা থাকছেন তালিকায়…

চতুর্থ দফা

কুচবিহার দক্ষিণ- নিখিল রঞ্জন দে

নাটাবাড়ি- মিহির গোস্বামী

আলিপুরদুয়ার- সুমন কাঞ্জিলাল

ফালাকাটা- দীপক বর্মণ

সোনারপুর উত্তর- রঞ্জন বৈদ্য

বেহালা পশ্চিম- শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বালি- বৈশালী ডালমিয়া

শিবপুর- রবীন্দ্রনাথ চক্রবর্তী

সপ্তগ্রাম- দেবব্রত বিশ্বাস

পঞ্চম দফা

ধূপগুড়ি- বিষ্ণুপদ রায়

ময়নাগুড়ি- কৌশিক রায়

জলপাইগুড়ি- সুজিত সিনহা (আইনজীবী)

রায়গঞ্জ- সুপেন রায়

মাল- মহেশ বাগে

নাগরাকাটা- পুনা ভেঙ্গরা

ডাবগ্রাম-ফুলবাড়ি- শিখা চট্টোপাধ্যায়

মাটিগাড়া নকশালবাড়ি- আনন্দময় বর্মণ

শিলিগুড়ি- শঙ্কর ঘোষ

ফাঁসিদেওয়া- দুর্গা মুর্মু

শান্তিপুর- জগন্নাথ সরকার

রানাঘাট উত্তর পশ্চিম- পার্থ সারথী চট্টোপাধ্যায়

কৃষ্ণগঞ্জ- আশীষ কুমার বিশ্বাস

রানাঘাট উত্তর পূর্ব- অসীম বিশ্বাস

রানাঘাট দক্ষিণ- মুকুটমণি অধিকারী

চাকদহ- বঙ্কিমচন্দ্র ঘোষ

কল্যাণী- অম্বিকা রায়

হরিণঘাটা- অসীম সরকার

পানিহাটি- সন্ময় বন্দ্যোপাধ্যায়

কামারহাটি- রাজু বন্দ্যোপাধ্যায়

বরানগর – পার্ণো মিত্র (অভিনেত্রী)

দমদম- বিমল শঙ্কর নন্দ

রাজারহাট নিউটাউন- ভাস্কর রায়

বিধাননগর- সব্যসাচী দত্ত

রাজারহাট-গোপালপুর- শমীক ভট্টাচার্য

মধ্যমগ্রাম- রাজশ্রী রাজবংশী

বারাসত- শঙ্কর চট্টোপাধ্যায়

দেগঙ্গা- দীপিকা চট্টোপাধ্যায়

হাড়োয়া- রাজেন্দ্র সাহা

মিনাঁখা- জয়ন্ত মণ্ডল

সন্দেশখালি- ভাস্কর সর্দার

বসিরহাট দক্ষিণ- তারকনাথ ঘোষ

বসিরহাট উত্তর- নারায়ণ মণ্ডল

হিঙ্গলঘোষ- নিমাই দাস

খণ্ডঘোষ- বিজন ভট্টাচার্য

বর্ধমান দক্ষিণ- সন্দীপ নন্দী

রায়না- মানিক রায়

জামালপুর- বলরাম ব্যাপারি

মন্তেশ্বর- সৈকত পাঁজা

কালনা- বিশ্বজিৎ কুণ্ডু

মেমারি- ভীষ্মদেব ভট্টাচার্য

বর্ধমান উত্তর- রাধাকান্ত রায়

ষষ্ঠ দফা

চোপড়া- মহম্মদ শাহিন আখতার

ইসলামপুর- সৌম্যরূপ মণ্ডল

গোলপোখর- গুলাম সরওয়ার

চাকুলিয়া- শচীন প্রসাদ

হেমতাবাদ- চন্দ্রিমা রায়

কালিয়াগঞ্জ- সৌমেন রায়

রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী

করিমপুর- সমরেন্দ্র নাথ ঘোষ

তেহট্ট- আশুতোষ পাল

পলাশিপাড়া- বিভাষ চন্দ্র মণ্ডল

কালিয়াগঞ্জ- অভিজিৎ ঘোষ

নাকাশিপাড়া- শান্তনু দেব

চাপড়া- কল্যাণ কুমার নন্দী

কৃষ্ণনগর উত্তর- মুকুল রায়

নবদ্বীপ- সিদ্ধার্থ নস্কর

কৃষ্ণনগর দক্ষিণ- মহাদেব সরকার

বনগাঁ দক্ষিণ- স্বপন মজুমদার

স্বরূপনগর- বৃন্দাবন সরকার

বাদুরিয়া- সুকল্যাণ বৈদ্য

হাবরা- রাহুল সিনহা

অশোকনগর- তনুজা চক্রবর্তী

আমডাঙা- জয়দেব মান্না

বীজপুর- শুভ্রাংশু রায়

নৈহাটি- ফাল্গুনী পাত্র

ভাটপাড়া- পবন সিং

জগদ্দল- অরিন্দম ভট্টাচার্য

নোয়াপাড়া- সুনীল সিং

ব্যারাকপুর- চন্দ্রমণি শুক্ল

খড়দহ- শীলভদ্র দত্ত

দমদম উত্তর- অর্চনা মজুমদার

ভাতার- মহেন্দ্র কোনার

পূর্বস্থলী দক্ষিণ- রাজীব কুমার ভৌমিক

পূর্বস্থলী উত্তর- গোবর্ধন দাস

কাটোয়া- শ্যামা মজুমদার

কেতুগ্রাম- মথুরা ঘোষ

মঙ্গলকোট- রানাপ্রতাপ গোস্বামী

আউসগ্রাম- কলিতা মাজি

গলসি- তপন বাগড়ি

সপ্তম দফা

কুশমুণ্ডি- রঞ্জিত কুমার রায়

কুমারগঞ্জ- মানস সরকার

তপন- বুধুরাই টুডু

গঙ্গারামপুর- সত্যেন্দ্রনাথ রায়

হরিরামপুর- নীলাঞ্জন রায়

হবিবপুর- জোয়েল মুর্মু

গাজোল- চিন্ময় দেব বর্মণ

চাঁচল- দীপঙ্কর রাম

হরিশচন্দ্রপুর- মহম্মদ মতিউর রহমান

মালতিপুর- মৌসুমী দাস

রতুয়া- অভিষেক সিংঙ্ঘানিয়া

ফারাক্কা- হেমন্ত ঘোষ

সামশেরগঞ্জ- মিলন ঘোষ

সুতি- কৌশিক দাস

জঙ্গিপুর- সুজিত দাস

রঘুনাথগঞ্জ- গোলাম মোদারশা

সাগরদিঘি- মাফুজা খাতুন

লালগোলা- কল্পনা ঘোষ

ভগবানগোলা- মেহেবুব আলম

রানিনগর- মাসুহারা খাতুন

মুর্শিদাবাদ- গৌরী শঙ্কর ঘোষ

নবগ্রাম- মোহন হালদার

কলকাতা পোর্ট – অওয়াধ কিশোর গুপ্ত

ভবানীপুর – রুদ্রনীল ঘোষ

বালিগঞ্জ – লোকনাথ চট্টোপাধ্যায়

পাণ্ডবেশ্বর- জিতেন্দ্র তিওয়ারি

দুর্গাপুর পূর্ব- কর্ণেল দীপ্তাংশু চৌধুরীট

দুর্গাপুর পশ্চিম- লক্ষ্মণ ঘড়াই

রানিগঞ্জ- বিজন মুখোপাধ্যায়

জামুড়িয়া- তাপস রায়

আসানসোল দক্ষিণ- অগ্নিমিত্রা পাল

আসানসোল উত্তর- কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

কুলটি- অজয় পোদ্দার

বারাবনি- অরিজিৎ রায়

অষ্টম দফা

মানিকচক- গৌড়চন্দ্র মণ্ডল

মালদা- গোপাল চন্দ্র সাহা

ইংরেজবাজার- শ্রীরূপা মিত্র চৌধুরী

মোথাবাড়ি- শ্যামচন্দ্র ঘোষ

সুজাপুর- এসকে জিয়াউদ্দিন

বৈষ্ণবনগর- স্বাধীন কুমার সরকার

খড়গ্রাম- আদিত্য মৌলিক

বরোয়া- অমিয় কুমার দাস

কান্দি- গৌতম রায়

ভরতপুর- ইমন কল্যাণ মুখোপাধ্যায়

রাজীনগর- অরবিন্দ বিশ্বাস

বেলডাঙা- সুমিত ঘোষ

হরিহরপাড়া- তন্ময় বিশ্বাস

নওদা- অনুপম মণ্ডল

ডোমকল- রুবিয়া খাতুন

জলঙ্গি- চন্দন মণ্ডল

চৌরঙ্গি- শিখা মিত্র চৌধুরী

এন্টালি- প্রিয়াঙ্কা তিব্রেওয়াল

বেলেঘাটা- কাশীনাথ বিশ্বাস

জোড়াসাঁকো- মীনা দেবী পুরোহিত

শ্যামপুকুর- সন্দীপন বিশ্বাস

মানিকতলা- কল্যাণ চৌবে

কাশীপুর বেলগাছিয়া- তরুণ সাহা

দুবরাজপুর- অনুপ সাহা

সিউড়ি- জগন্নাথ চট্টোপাধ্যায়

বোলপুর- অনির্বাণ গঙ্গোপাধ্যায়

নানুর- তারক সাহা

লাভপুর- বিশ্বজিৎ মণ্ডল

সাইথিয়া- প্রিয়া সাহা

ময়ুরেশ্বর- শ্যামাপদ মণ্ডল

রামপুরহাট- সুভাশীষ চৌধুরী

হাসন- নিখিল বন্দ্যোপাধ্যায়

নলহাটি- তাপস কুমার যাদব

মুরারাই- দেবাশীষ রায়

 

 

 

 

Next Article