নয়া দিল্লি: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর রবিবাসরীয় ব্রিগেড সভার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আজকেই প্রথম দুই দফার ৫৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। সন্ধে সাড়ে ৬ টা নাগাদ এই প্রার্থী তালিকা বিজেপি দিল্লির সদর দফতর থেকে প্রকাশ করা হয় তালিকা। প্রথম দুই দফার দ্বিতীয় দফায় নন্দীগ্রামেও ভোটগ্রহণ হবে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী লড়াইয়ে নামছেন। প্রথম দুুই দফার ৬০ টি আসনের মধ্যে ৫৭ আসনে এ দিন প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। একটি আসন ছাড়া হয়েছে ঝাড়খণ্ডে বিজেপির জোটসঙ্গী দল আসজুকে।
প্রথম দফায় পুরুলিয়ার ৯ টি, পশ্চিম মেদিনীপুরের ৬ টি, বাঁকুড়ার ৪ টি, পূর্ব মেদিনীপুরের ৭ এবং ঝাড়গ্রামের ৪ টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। দ্বিতীয় দফায় বাঁকুড়ার ৬, পূর্ব মেদিনীপুরের ৯, পশ্চিম মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোট হবে।
একুশের যুদ্ধে এই ৫৭ আসনে কাদের প্রার্থী করল বিজেপি? দেখে নিন একনজরে…
আগামী ১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। দেখে নিন কারা নামছেন গেরুয়া জার্সিতে…
তালড্যাংরা: শ্যামল কুমার সরকার
বাঁকুড়া: নীলাদ্রী শেখর ডানা
ওন্দা- অমর শখা
বিষ্ণুপুর- তন্ময় ঘোষ
কোতুলপুর- হাড়কলি পতিহার
ইন্দাস- নির্মল ধারা
সোনামুখী- দিবাকর ঘড়াই
তমলুক-হরেকৃষ্ণ বেরা
পাঁশকুড়া পূর্ব- দেবব্রত পট্টনায়েক
পাঁশকুড়া পশ্চিম- সিন্টু সেনাপতি
ময়না- অশোক দিন্ডা
নন্দকুমার- নীলাঞ্জন অধিকারী
মহিষাদল- বিশ্বনাথ ব্যানার্জি
হলদিয়া-তাপসী মণ্ডল
নন্দীগ্রাম- শুভেন্দু অধিকারী
চণ্ডীপুর- পুলককান্তি গুড়িয়া
খড়্গপুর সদর- তপন ভুঁইয়া
নারায়ণগড়- রামপ্রসাদ গিরি
সবং- অমূল্য মাইতি
পিংলা- অন্তরা ভট্টাচার্য
ডেবরা-ভারতী ঘোষ
দাসপুর- প্রশান্ত বেরা
ঘাটাল- শীতল কাপাত
চন্দ্রকোনা- শিবরাম দাশ
কেশপুর- প্রিতিশ রঞ্জন কুয়ার
গোসাবা- চিত্রা প্রামাণিক
পাথরপ্রতিমা-অসিত হালদার
কাকদ্বীপ- দিপঙ্কর জানা
সাগর-বিকাশ কামিলা
প্রথম দফার ভোট হতে চলেছে আগামী ২৭ মার্চ। দেখে নিন প্রথম দফায় কারা ভাগ্য পরীক্ষায় নামছেন…
শালতোড়া: চন্দনা বাউরি
ছাতনা: সত্যনারায়ণ মুখোপাধ্যায়
রানিবাঁধ: ক্ষুদিরাম টুডু
রাইপুর: সুধাংশু হাঁসদা
পটাশপুর- অম্বুজাক্ষ মহান্তি
কাঁথি উত্তর- সুনীতা সিং
ভগবানপুর- রবীন্দ্রনাথ মাইতি
খেজুরি- শান্তনু প্রামাণিক
কাঁথি দক্ষিণ- অরূপ কুমার দাস
এগরা- অরূপ দাস
রামনগর- স্বদেশ নায়ক
দাঁতন- শক্তিপদ নায়েক
কেশিয়ারি- সোনালি মুর্মু
খড়্গপুর- তপন ভুইঞা
গড়বেতা- মদন রুই দাস
শালবনি- রাজীব কুণ্ডু
মেদিনীপুর- শমিত দাস
নয়াগ্রাম- বকুল মুর্মু
গোপীবল্লভপুর- সঞ্জিত মাহাতো
ঝাড়গ্রাম- সুখময় সতপতি
বিনপুর- পালান সোরেন
বান্দোয়ান- পার্সি মুর্মু
বলরামপুর- বানেশ্বর মাহাতো
বাগমুণ্ডি- (আজসু)
জয়পুর- নরহরি মাহাতো
পুরুলিয়া- সুদীপ মুখোপাধ্যায়
মানবাজার- গৌরি সিং সর্দার
পারা- নদিয়াচাঁদ বারুই
রঘুনাথপুর- বিবেকানন্দ বাউরি
ডেবরায় প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে প্রার্থী করেছে শাসক তৃণমূল কংগ্রেস। পালটা আরেক প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে প্রার্থী করল বিজেপি।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা অশোক দিন্ডাকে ময়নার আসন থেকে প্রার্থী করল বিজেপি।
নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে লড়তে চলেছেন শুভেন্দু। সিলমোহর বিজেপির। প্রথম দুই মোট ৫৭ টি নামের তালিকা ঘোষণা করা হয়েছে।