Jitendra Tiwari: কম্বলকাণ্ডে শীর্ষ আদালতে স্বস্তি পেলেন সস্ত্রীক জিতেন্দ্র, বহাল অন্তর্বর্তী জামিন

Sudeshna Ghoshal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 17, 2023 | 4:37 PM

Jitendra tiwari: গত বছর ১৪ ই ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রামকৃষ্ণ ডাঙ্গায় কম্বল বিতরণ কাণ্ড হয়েছিল। সেখানে পদপৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন অনেকে।

Jitendra Tiwari: কম্বলকাণ্ডে শীর্ষ আদালতে স্বস্তি পেলেন সস্ত্রীক জিতেন্দ্র, বহাল অন্তর্বর্তী জামিন
জিতেন্দ্র তিওয়ারি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আসানসোল: সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। তদন্তে সহযোগিতার করার জন্য দু’জনেরই অন্তর্বর্তী জামিন বজায় থাকল। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে সোমবার শুনানি ছিল।

গত বছর ১৪ ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রামকৃষ্ণ ডাঙায় কম্বল বিতরণ হয়েছিল। সেখানে পদপৃষ্ট হয়ে মারা যান তিনজন। তার মধ্যে এক মৃতের পরিবার মামলা দায়ের করে আদালতে। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ঘটনায় অভিযুক্ত আসানসোলের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির শর্তসাপেক্ষে জামিন হয়।

এ দিন, শীর্ষ আদালত জানায়, জিতেন্দ্র এবং চৈতালি উভয়ই তদন্তে সহযোগিতা করেছেন। যোগ দিয়েছেন পুলিশি জেরায়। আদালতকে এমনই জানিয়েছেন তাঁদের আইনজীবী সিদ্ধার্থ লুথরা। বিজেপি নেতার এহেন ভূমিকায় সন্তুষ্ট শীর্ষ আদালত।

Next Article