AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BMC Election Results 2026: থানেতে জয়ী বাঙালি কন্যা, BMC-তে গেরুয়া ঝড়, মুম্বইয়ের তাজ উঠল বিজেপির মাথায়

BJP-Shiv Sena Wins BMC Election Results 2026 Updates: শেষবার ২০১৭ সালে মহারাষ্ট্রের রাজধানীতে মুম্বই পুরসভা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে জয়ী হয়েছিল শিবসেনা। এবার সেই দুর্গে ফাটল ধরিয়েই বিজেপি পদ্ম ফোটাল। আর তারপরই শিরোনামে উঠে এসেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

BMC Election Results 2026: থানেতে জয়ী বাঙালি কন্যা, BMC-তে গেরুয়া ঝড়, মুম্বইয়ের তাজ উঠল বিজেপির মাথায়
গেরুয়া ঝড় মহারাষ্ট্র পুরসভায়।Image Credit: PTI
| Updated on: Jan 16, 2026 | 6:40 PM
Share

মুম্বই: ভাঙল ঠাকরে দুর্গ, মুম্বইয়ে পুরসভা নির্বাচনে ফুটল পদ্ম। দেশের সবথেকে ধনী পুরসভা, বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনে জয়ের পথে বিজেপি-শিবসেনার মহাযুতি। শেষ আপডেট অনুযায়ী, ২২৭টি আসনে এখন বিজেপি শাসিত জোট ১১৬টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। বিজেপি একা ৮৮টি আসনে এগিয়ে রয়েছে, শিবসেনা ২৮টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। অন্যদিকে, আরও বড় এক চমক রয়েছে। মুম্বই পুরসভার নির্বাচনে একটি ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বাঙালি কন্যা।

শেষবার ২০১৭ সালে মহারাষ্ট্রের রাজধানীতে মুম্বই পুরসভা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে জয়ী হয়েছিল শিবসেনা। এবার সেই দুর্গে ফাটল ধরিয়েই বিজেপি পদ্ম ফোটাল। আর তারপরই শিরোনামে উঠে এসেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। যেখানে গতবার অর্থাৎ ২০১৭ সালের নির্বাচনে বিজেপি মাত্র ৮২টি আসনে জয়ী হয়েছিল, সেখানে ফলপ্রকাশের আগেই বিজেপি ৮৮ আসন পার করে গিয়েছে। তিনি আরও একবার প্রমাণ করে দিলেন যে শুধু মুখ্যমন্ত্রী হিসাবে নন, দক্ষ প্রশাসনিক ক্ষমতাও রয়েছে তাঁর। সেই কারণেই তাঁর নেতৃত্বে একের পর এক নির্বাচনে জয়ী হচ্ছে  বিজেপি।

জোটসঙ্গী একনাথ শিণ্ডের শিবসেনাও ২৮টি আসনে এগিয়ে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৪ আসন ইতিমধ্যেই পার করে গিয়েছে জোট। একনাথ শিন্ডে শিবসেনার গড়েই ক্ষমতা দখল করতে বেগ পাচ্ছে। গতবার যেখানে অবিভক্ত শিবসেনার ৮৪ কর্পোরেট ছিল, তারা এবার ৩০টি আসন পার করছে কোনওমতে।

অন্যদিকে, তুলনামূলক ভাল ফল করছে উদ্ধব ঠাকরের শিবসেনা। তারা এখনও পর্যন্ত ৭২টি আসনে এগিয়ে। তবে গতবার, ২০১৭ সালে ৮৪টি আসনে জয়ী হয়েছিল অবিভক্ত শিবসেনা। এবার আবার উদ্ধবের শিবসেনার সঙ্গে জোট বেঁধেছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।

বিএমসি নির্বাচনে থানে জেলার মীরা ভায়ান্ডারের দুই নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জয়া রথিন দত্ত। তাঁর কথা উল্লেখ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।