Ananta Maharaj: পঞ্চায়েতের রায়ের মাঝে বড় সিদ্ধান্ত বিজেপির, রাজ্যসভায় প্রার্থী রাজবংশী নেতা অনন্ত মহারাজ

Anjan Roy | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 12, 2023 | 1:25 PM

Rajya Sabha Election 2023: বঙ্গ বিজেপিতে অনন্ত মহারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুখ। দীর্ঘদিন ধরেই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হয়েছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন-এর প্রধান অনন্ত মহারাজ।

Ananta Maharaj: পঞ্চায়েতের রায়ের মাঝে বড় সিদ্ধান্ত বিজেপির, রাজ্যসভায় প্রার্থী রাজবংশী নেতা অনন্ত মহারাজ
অনন্ত মহারাজ।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: পঞ্চায়েতের ভোটের পালা সবে মিলেছে। এখনও সম্পূর্ণ ফল ঘোষণা হয়নি। এর মধ্যেই রাজ্য়সভার নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করল বিজেপি(BJP)। কেন্দ্রীয় বিজেপির তরফে রাজ্যসভার প্রার্থীদের (Rajya Sabha Candidate) নাম ঘোষণা করা হল। ওই তালিকাতেই দেখা গেল, পশ্চিমবঙ্গ থেকে বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন অনন্ত মহারাজ (Ananta Maharaj)। মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন। তিনিই জানিয়েছিলেন যে অনন্ত মহারাজের নাম রাজ্যসভায় বিজেপি প্রার্থী হিসাবে প্রস্তাব পাঠানো হয়েছে। নিশীথের মন্তব্য়ের মান্যতা রেখেই আজ বিজেপির তরফে অনন্ত মহারাজের নাম ঘোষণা করা হল।

এ দিন কেন্দ্রীয় বিজেপির তরফে রাজ্যসভার তিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। একদিকে যেখানে গুজরাট থেকে বাবুভাই জেসাঙ্গভাই দেশাই ও কেশরীদেব সিং জ়ালার নাম প্রার্থী হিসাবে মনোনীত করা হয়, সেখানেই পশ্চিমবঙ্গ থেকে রাজবংশী নেতা অনন্ত মহারাজকে প্রার্থী দাঁড় করানো হয়েছে।

বঙ্গ বিজেপিতে অনন্ত মহারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুখ। দীর্ঘদিন ধরেই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হয়েছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন-এর প্রধান অনন্ত মহারাজ। একদিকে যেখানে উত্তরবঙ্গে বিজেপি নিজের ঘাঁটি মজবুত করতে মরিয়া, সেখানে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানো অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত। উত্তরবঙ্গে একটি বড় অংশের ভোট রাজবংশীদের।

পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের দিনই, মঙ্গলবার অনন্ত মহারাজের বাড়ি, কোচবিহারের চকচকার বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অনন্ত মহারাজকে রাজ্যসভার প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং তিনি এই প্রস্তাব গ্রহণও করেছেন।

উল্লেখ্য, আগামী ২৪ জুলাই রাজ্যসভার ১০ আসনে নির্বাচন হবে। এরমধ্যে ৭টি আসনই পশ্চিমবঙ্গের। দিন কয়েক আগেই তৃণমূলের তরফে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পুরনো মুখের মধ্যে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়কে যেমন প্রার্থী করা হয়, তেমনই আবার নতুন মুখ হিসাবে সমিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক ও সাকেত গোখলের নাম ঘোষণা করা হয়।

Next Article