
নয়াদিল্লি: দক্ষিণে জমি শক্ত করতে ময়দানে বিজেপি। রবিবার মাদুরাইতে একটি সভায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখান থেকেই একযোগে বাংলা ও তামিলনাড়ু দখলের বার্তা দেন তিনি।
এদিন সবার প্রথমেই তামিলনাড়ুর ডিএমকে সরকারের দিকে তোপ দেগে অমিত শাহ বলেন, ‘DMK সরকার দুর্নীতির সব সীমা পেরিয়ে গিয়েছে। ওরা নয়ছয় করেছে কেন্দ্রের পাঠানো অনুদান নিয়েও। নয়াদিল্লি তরফে তাদের ৪৫০ কোটি টাকা পুষ্টি কিট দেওয়া হয়েছিল। যা তারা তুলে দিয়েছে বেসরকারি কিছু সংস্থার হাতে। এটা শুধুই দুর্নীতিই নয়, দরিদ্রদের খাদ্য, অধিকার থেকে বঞ্চিত করাও।’
পাশাপাশি স্ট্য়ালিন সরকারের বিরুদ্ধে ৪ হাজার ৬০০ কোটি টাকার বালি চুরিরও অভিযোগ তোলেন শাহ। এদিন মাদুরাইয়ে গোটা ভাষণ পর্বে তামিলনাড়ুর সরকারকে কাঠগড়ায় টেনে আনেন তিনি। একের পর এক দুর্নীতির অভিযোগ তুলতে দেখা যায় শাহকে। স্বরাষ্ট্রমন্ত্রীর আরও দাবি, Tasmac-এ ৩৯ হাজার কোটি টাকার দুর্নীতি করছে DMK সরকার। যা দিয়ে সে রাজ্যে প্রতিটি স্কুলে কমপক্ষে দু’টি ক্লাসরুম তৈরি হয়ে যেত।
উল্লেখ্য, পরের বছরের তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। সেই কারণেই সাংগঠনিক স্তরে কর্মীদের চাঙ্গা করতে মাদুরাই সফরে গিয়েছিলেন শাহ। সম্প্রতি, একই ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা গিয়েছিল কলকাতায়। নেতাজি ইন্ডোরে মন্ডলী, জেলা সভাপতি, রাজ্য সভাপতি ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে সভা করেছিলেন তিনি। এবার সেই বাংলার দাওয়াই পড়ল মাদুরাইতেও। এদিনের সভায় তামিলনাড়ু ছাড়াও শাহের মুখে উঠে আসে বাংলার কথাও। মাদুরাই থেকে ছাব্বিশের নির্বাচনের বাংলা ও তামিলনাড়ু দখলের বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।